Hema Malini: সাসপেন্ড করা হয়েছে ১৪৩ জন সাংসদকে, ‘বড্ড বেশি প্রশ্ন করেন ওঁরা’, বললেন হেমা
Parliament MPs Suspensions: বুধবার পর্যন্ত সংসদের দুই কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যাঁরা সকলেই বিরোধী শিবিরের সাংসদ।
নয়াদিল্লি: বেনজির ভাবে প্রায় দেড়শত সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সেই নিয়ে সরকারের সমালোচনা শুরু হয়েছে সর্বত্র। এমন পরিস্থিতিতে মুখ খুললেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী। দলে দলে বিরোধী সাংসদদের সাসপেন্ড করার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে বললেন, "অত্যধিক প্রশ্ন করেন বিরোধী সাংসদরা।" (Hema Malini)
বুধবার পর্যন্ত সংসদের দুই কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যাঁরা সকলেই বিরোধী শিবিরের সাংসদ। স্বাধীনতার পর থেকে কোনও অধিবেশন থেকে এত সংখ্যক সাংসদকে সাসপেন্ড করার নজির নেই। তার জেরে তীব্র সমালোচনার মুখে পড়ছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। (Parliament MPs Suspensions)
সেই আবহেই সংবাদমাধ্যমে মুখ খোলেন হেমা। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে হেমা বলেন, "ওঁরা এক প্রশ্ন করেন..., অদ্ভুত আচরণ করেন। তাই সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ ভুল কাজ করেছেন। সংসদীয় নিয়ম মেনে কাজ করতে হয় আমাদের। ওঁরা করেননি তাই সাসপেন্ড করা হয়েছে। একেবারে সঠিক পদক্ষেপ।"
#WATCH | On suspension of more than 100 Opposition MPs for the remainder of the winter session of Parliament, BJP MP Hema Malini says, "They keep raising questions and display strange behaviour. So, they have been suspended. If they have been suspended, it means they have done… pic.twitter.com/gbUNhrflDf
— ANI (@ANI) December 19, 2023
সংসদ থেকে দলে দলে বিরোধী সাংসদদের সাসপেন্ড করার মধ্যেই মঙ্গলবার দিল্লিতে বিরোধী শিবির I.N.D.I.A জোটের চতুর্থ বৈঠক সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একজোটে বিজেপি-র মোকাবিলা করতে বিরোধীরা সম্মত হয়েছেন সেখানে। সেই নিয়ে প্রশ্ন করলে হেমার বক্তব্য, "মোদি সরকারকে উপড়ে ফেলতে এত পরিশ্রম করছেন ওঁরা। কিন্তু সফল হবেন না।"
শুধু বিরোধী শিবিরের সাংসদদের সাসপেনশনই নয়, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে নকল করা নিয়েও উত্তাল দেশের রাজনীতি। সাসপেন্ড হওয়া সাংসদরা সংসদভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, মক পার্লামেন্ট করছেন। সেখানেই মঙ্গলবার ধনকড়কে নকল করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিনয় ক্যামেরাবন্দি করেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। সেই নিয়ে বিরোধীদের বিরুদ্ধে ধনকড়কে অপমান করা হয়েছে বলে দাবি তুলেছে বিজেপি। ধনকড় নিজেও রাহুলের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু কারও নকল করার সঙ্গে অপমানের কী যোগসূত্র, প্রশ্ন তুলেছেন রাহুল এবং কল্যাণ।