Parliament Winter Session: নেচে নেচে অনুকরণ কল্যাণের, ক্যামেরা হাতে রাহুল, ভিডিও দেখে চটলেন ধনকড়
Rahul Gandhi: চলতি শীতকালীন অধিবেশনে ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হল।
নয়াদিল্লি: বেনজির পরিস্থিতি দেশের সংসদে। চলতি শীতকালীন অধিবেশনে ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হল। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার আসলে সংসদভবনকেও বিরোধীমুক্ত করতে চাইছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। সেই আবহেই কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর (Rahul Gandhi) উপর চটলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। রাহুলের আচরণ 'লজ্জাজনক' বলে মন্তব্য করলেন। (Parliament Winter Session)
সোমবারের পর মঙ্গলবারও সংসদে বিরোধী শিবিরের ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সেই নিয়ে সংসদভবনের বাইরে বিক্ষোভে শামিল হয়েছেন বিরোধী শিবিরের সাংসদরা। মঙ্গলবার সেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। সেখানে রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়কে অনুকরণ করে দেখাচ্ছিলেন তিনি।
বিক্ষোভস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে ধনকড়ের মতো অঙ্গভঙ্গি করে কল্যাণকে বলতে শোনা যায়, 'আমার মেরুদণ্ড এত সোজা, আমি এত লম্বা...'। সেই সময় কল্যাণকে ঘিরে বাকি সাংসদরাও দাঁড়িয়ে ছিলেন। সামনে থেকে গোটা ঘটনাক্রম ক্যামেরাবন্দি করছিলেন রাহুল। সেই দৃশ্য সামনে আসতেই ক্ষোভপ্রকাশ করেন ধনকড়।
If the country was wondering why Opposition MPs were suspended, here is the reason…
— BJP (@BJP4India) December 19, 2023
TMC MP Kalyan Banerjee mocked the Honourable Vice President, while Rahul Gandhi lustily cheered him on. One can imagine how reckless and violative they have been of the House! pic.twitter.com/5o6VTTyF9C
আরও পড়ুন: Parliament Rules: যখন তখন, যেমন খুশি নির্দেশে সাংসদদের সাসপেন্ড করা যায় কি? সংসদীয় বিধি যা বলছে
কল্যাণ এবং তাঁর ভিডিও ক্যামেরাবন্দি করা রাহুলকে কড়া ভাষায় আক্রমণ করেন ধনকড়। তাঁর বক্তব্য, "চেয়ারম্যানকে নকল করা, স্পিকারকে নকল করা, অত্যন্ত লজ্জাজনক ঘটনা, একেবারেই গ্রহণযোগ্য নয়। একজন সাংসদ নকল করছেন, আর অন্য জন ভিডিও ক্যামেরাবন্দি করছেন, অত্যন্ত লজ্জাজনক ঘটনা। অধঃপতনের একটা সীমা আছে। সদবুদ্ধি হোক।"
#WATCH | "Ridiculous, unacceptable", says Jagdeep Dhankhar after TMC MP Kalyan Banerjee mimics Rajya Sabha Chairman and Congress MP Rahul Gandhi films the act. pic.twitter.com/F3rftvDmhJ
— ANI (@ANI) December 19, 2023
বিজেপি-র তরফেও এই ঘটনার তীব্র নিন্দা করা হয়। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, 'কেন বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হল, তা নিয়ে দেশের মানুষের মনে যদি ধন্দ থাকে, এই হল কারণ... তৃণমূল সাংসদ সম্মানীয় উপরাষ্ট্রপতিকে বিদ্রুপ করেছেন এবং রাহুল গাঁধী সানন্দে তাঁকে উৎসাহিত করেছেন। এ থেকেই বোঝা যায়, সংসগে কতটা বেপরোয়া আচরণ ছিল এঁদের'।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি-র নেতা-মন্ত্রীরাও। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'মানুষ কতটা নামতে পারে? দেশের সম্মানীয় উপরাষ্ট্রপতিকে নকল করছেন সাংসদ। রাহুল গাঁধী তাঁকে উৎসাহ জোগাচ্ছেন এবং নিন্দনীয় এই ঘটনাকে ক্যামেরাবন্দি করছেন'।