এক্সপ্লোর
Advertisement
রোগীর পাশেই ‘ঘণ্টার পর ঘণ্টা’ পড়ে করোনা আক্রান্তের মৃতদেহ! মুম্বইয়ের হাসপাতালের ভিডিও পোস্ট করে দাবি বিজেপি বিধায়কের
তিনি বলেন, এই ছবির পিছনে বেশ কতগুলি কারণ থাকতে পারে। করোনায় কারও মৃত্যু হলে তাঁর শব নিতেই বাড়ির লোকেরা আসে না অনেক সময়।
মুম্বই: একদিকে চলছে রোগীর চিকিৎসা। পাশেই পড়ে করোনা আক্রান্তের মৃতদেহ! মুম্বইয়ের সিয়ন হাসপাতালের এমনই ভয়ঙ্কর চিত্র তুলে ধরলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতেশ রাণে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।
নীতেশ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে যে ভিডিওটি আপলোড করেছেন, তাতে দেখা যাচ্ছে, রোগীর পাশে একাধিক মৃতদেহ। ভিডিওটিতে দাবি করা হয়েছে, ওই দেহগুলি বহুক্ষণ ধরেই পড়ে আছে।
এবিপি আনন্দ এই ভিডিও-টির সূত্র ধরে সিয়ন হাসপাতালের কর্ণধার ডা. ইঙ্গলের সঙ্গে কথা বলে। তিনি জানান, ভিডিওটি দেখে মনে হচ্ছে এই হাসপাতালের ওয়ার্ডেরই ছবি, তবে কবে ভিডিওটি শুট করা তা তো বোঝা যাচ্ছে না।
তিনি বলেন, এই ছবির পিছনে বেশ কতগুলি কারণ থাকতে পারে। করোনায় কারও মৃত্যু হলে তাঁর শব নিতেই বাড়ির লোকেরা আসে না অনেক সময়।
আবার এমন ঘটনাও ঘটেছে যে, করোনায় যে ব্যক্তি মারা গেল, তার পরিজনরাও হাসপাতালের অন্য ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের অনেকের অবস্থাও আবার আশঙ্কাজনক।
কোনও কোনও ক্ষেত্রে করোনায় মৃত রোগীর আত্মীয়রা ৫ মিনিটে আসছি বলে সেই যে চলে যায়, আর ফেরে না। ফোনও বন্ধ করে দেয়। পুলিশ তাদের যে খুঁজে বার করবে, তাতে তো সময় লাগবে। তাই দেহ পড়ে থাকে।
ডা. ইঙ্গলে এও বলেন, শবদেহ নিয়ে কী করা হবে, সেই সংক্রান্ত সরকারি নির্দেশেও ধোঁয়াশা আছে। কিছুদিন আগে বলা হল, করোনা-মৃতদের দ্রুত সৎকার করতে হবে। সেক্ষেত্রে পরে এসে পরিজনরা দেহ দাবি করলে হাসপাতাল আইনি সমস্যায় পড়বে।
তাছাড়া ওই ওয়ার্ডেই বেডের সঙ্গে অক্সিজেনের লাইন আছে। ভেন্টিলেশনে অক্সিজেন দিতে হয়। রোগীদের অন্যত্র সরালে অক্সিজেনের অভাবেই তো রোগী মারা যাবে!
আর মর্গে যে সংখ্যক দেহ ধরে, তার থেকে বেশি দেহ সেখানে ইতিমধ্যেই আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement