Pawan Verma Join TMC: তৃণমূলে যোগ দিলেন জেডিইউয়ের প্রাক্তন সাংসদ পবন বর্মা
Pawan Verma Join TMC:প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা কীর্তি আজাদও তৃণমূলের যোগ দিতে পারেন। কীর্তি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ২০১৯-এ। মমতার সঙ্গে দেখা করলেন জাভেদ আখতার, সুধীন্দ্র কুলকার্নি।
নয়াদিল্লি: তৃণমূলে যোগ দিলেন জেডিইউয়ের (jdu) প্রাক্তন সাংসদ পবন বর্মা (pawan verma)। তৃণমূলে (tmc) যোগ দিতে পারেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং রাহুল গান্ধীর ঘনিষ্ঠ অশোক তানওয়ার। প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা কীর্তি আজাদও (kirti azad) তৃণমূলের যোগ দিতে পারেন। কীর্তি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ২০১৯-এ। মমতার সঙ্গে দেখা করলেন জাভেদ আখতার, সুধীন্দ্র কুলকার্নি। আজ বিকেলে অশোক তানওয়ার ও কীর্তি আজাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা।
জানা গিয়েছে, আজই দিল্লিতে যোগ দিচ্ছেন কীর্তি আজাদ (Kirti Azad)। ২০১৪-র লোকসভা ভোটে বিহারের (Bihar) দ্বারভাঙা (Darvanga) থেকে জিতেছিলেন কীর্তি। বিজেপির টিকিটে নির্বাচিত হন কীর্তি আজাদ (Kirti Azad)। এরপর ২০১৯-এ বিজেপি থেকে কংগ্রেসে (Congress ) যোগ দেন।
উল্লেখ্য, এর আগেও দলবদলের ছবি প্রকাশ্যে এসেছে। শিলিগুড়িতে (Siliguri) তৃণমূলে (TMC) যোগ দেন, উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিধান পরিষদের প্রাক্তন সদস্য রাজেশপতি ত্রিপাঠী। তৃণমূলে (TMC) যোগ দিলেন, তাঁর ছেলেও। ছট পুজোর পর উত্তরপ্রদেশে যাবেন, বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী। গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP)। পাশাপাশি তৃণমূলে (TMC) যোগ দেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। সম্প্রতি গোয়ায় (Goa) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর হাতে তুলে দেন তৃণমূলের (TMC) পতাকা। এদিনই তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের নাফিসা আলি (Nafisha ali)। কলকাতায় জন্ম নাফিসার। জাতীয় দলের প্রাক্তন সাঁতারু নাফিসা মডেলিং ও অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০৪-এর লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দক্ষিণ কলকাতা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন নাফিসা আলি। ২০০৯-এ সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে উত্তরপ্রদেশের লখনউ থেকে ভোটে দাঁড়িয়ে হেরে যান নাফিসা। পরে ফিরে আসেন কংগ্রেসে।
আরও পড়ুন: গ্রুপ-ডির পর এবার আপার প্রাইমারিতে দুর্নীতির অভিযোগ, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের