Petrol Diesel Price Today: টানা পাঁচদিন অপরিবর্তিত ডিজেল ও পেট্রোলের দাম
গত রবিবার থেকে পেট্রোল পাম্পে দাম অপরিবর্তিত রয়েছে। শনিবার পেট্রোলের দাম প্রতি লিটারে ৩০ পয়সা বেড়েছিল। ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি।
Petrol-Diesel Price 22 July: বেশ কিছুদিন ধরেই পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছিল। দু-একদিন বাদ দিলে প্রায় প্রতিদিনই বাড়ছিল পেট্রোল-ডিজেলের দাম। কিন্তু এরইমধ্যে টানা পাঁচদিন জ্বালানির দামে কোনও পরিবর্তন হল না। এই নিয়ে টানা পঞ্চম দিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০২.০৮ টাকা ও ডিজেলের দাম লিটারে ৯৩.০২ টাকাই রয়েছে। গত রবিবার থেকে পেট্রোল পাম্পে দাম অপরিবর্তিত রয়েছে। শনিবার পেট্রোলের দাম প্রতি লিটারে ৩০ পয়সা বেড়েছিল। ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৮৪ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৮৭ টাকা।
দেশের বাণিজ্য নগরী মুম্বইতে গত ২৯ মে পেট্রোলের দাম প্রথমবার ১০০ টাকা ছাড়িয়েছিল।এখন মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৭.৮৩ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯৭.৪৫ টাকা, যা দেশের মহানগরগুলির মধ্যে সবচেয়ে বেশি। উল্লেখ্য, দেশের চার মহানগরেই পেট্রোলের দাম ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে।
দেশের প্রধান শহরগুলিতে আজ পেট্রোল ও ডিজেলের দাম
-মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৭.৮৩ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯৭.৪৫ টাকা।
-দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৮৪ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৮৭ টাকা।
-কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০২.০৮ টাকা ও ডিজেলের দাম লিটারে ৯৩.০২ টাকা।
-চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০২.৪৯ টাকা ও ডিজেলের দাম লিটারে ৯৪.৩৯ টাকা
-ব্যাঙ্গালোরে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৫.২৫ টাকা ও ডিজেলের দাম লিটারে ৯৫.২৬ টাকা
-লখনউতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৮.৬৯ টাকা ও ডিজেলের দাম লিটারে ৯০.২৬ টাকা
-পটনায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৫৭ টাকা ও ডিজেলের দাম লিটারে ৯৫.৮১ টাকা
-জয়পুরে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৮.৭১ টাকা ও ডিজেলের দাম লিটারে ৯৯.০২ টাকা
- গুরুগ্রামে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৯.৪৬ টাকা ও ডিজেলের দাম লিটারে ৯০.৪৭ টাকা
- হায়দরাবাদে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৫.৫২ টাকা ও ডিজেলের দাম লিটারে ৯৯.৯৬ টাকা
-রাঁচিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৬.৪৫ টাকা ও ডিজেলের দাম লিটারে ৯৪.৮৪ টাকা
-পুনেতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৭.১০ টাকা ও ডিজেলের দাম লিটারে ৯৫.৫৪ টাকা
এদিকে, মূল্যবৃদ্ধির চাপে কাতর গ্রাহকরা খুব শীঘ্রই সুখবর পেতে পারেন। আগামী কয়েকদিনের মধ্যে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আশা। কেননা, তেল কোম্পানিগুলি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে হ্রাস নিয়ে মূল্যায়ন শুরু করেছে। বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড, যার দাম গত মাসের শেষ পর্যন্ত প্রতি ব্যারেলে ৭৭ ডলার হয়ে গিয়েছিল, গত একপক্ষকালে দাম ১০ শতাংশ কমে হয়েছে ব্যারেল প্রতি ৬৮.৮৫ ডলার। আর দাম যদি আর কিছুদিন ৭০ ডলারের কম থাকে, তাহলে আগামী কয়েকদিনের মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে।