Petrol and diesel prices Today: একদিনের ব্যবধানে ফের বৃদ্ধি, মুম্বইয়ের পর কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই
দফায় দফায় পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কলকাতা: মুম্বইতে আগেই পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে। এবার কলকাতাতেও পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। আজ কলকাতায় ২৮ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটারপ্রতি ৯৪ টাকা ২৫ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৬ পয়সা। কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৮৮ টাকা। করোনা পরিস্থিতির জেরে একে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর দফায় দফায় পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যার ফলে মানুষের ওপর আর্থিক বোঝা আরও বাড়ার সম্ভাবনা।
আজ, সোমবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৯৪ টাকা ২৩ পয়সা, ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৫ টাকা ২৫ পয়সাতে। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বইয়ে পেট্রোলের দাম এখনও একশোর উপরে। আজ মুম্বইয়ে পেট্রোলের দাম ১০০ টাকা ৪৭ পয়সা এবং ডিজেল ৯২ টাকা ৪৫ পয়সা। ভোপালে আজ জ্বালানির দাম ১০২ টাকা ৩৪ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৯৩ টাকা ৩৭ পয়সা।
এর আগে শনিবার কলকাতায় ২৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয় লিটারপ্রতি ৯৩ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৮ পয়সা। কলকাতায় ডিজেলের নতুন দাম হয় ৮৭ টাকা ৭৪ পয়সা। চলতি মে মাসেই এখনও পর্যন্ত ১৬ দিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে।
মে মাসের আগের দুই মাস দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলছিল। ওই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশের বাজারে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। গত ২ মে ভোটের ফলাফল প্রকাশিত হয়। এর পর থেকেই ফের পেট্রোল ও ডিজেলের দাম সংশোধিত হতে শুরু করে।
উল্লেখ্য, স্থানীয় কর ও পরিবহন খরচ অনুসারে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দামে ফারাক হয়ে থাকে।করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা আরও বাড়ার আশঙ্কা।