Petrol and diesel prices Today: দাম বৃদ্ধির নতুন রেকর্ড, ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেল
কলকাতায় পেট্রোলের নতুন দাম ৯৩ টাকা ২৭ পয়সা। আর ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৬ টাকা ৯১ পয়সা।
![Petrol and diesel prices Today: দাম বৃদ্ধির নতুন রেকর্ড, ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেল Petrol Diesel Rate today Petrol and diesel prices price in on 23rd May 2021 Petrol and diesel prices Today: দাম বৃদ্ধির নতুন রেকর্ড, ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/9fe40cb7371ddda168335ab9c053d61d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ২ দিন পর ফের জ্বালানির দাম বাড়ল। একদিন, দু’দিন অন্তর বেলাগামভাবে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। দাম বৃদ্ধির নতুন রেকর্ড হচ্ছে প্রায় প্রতিদিনই। আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ১৬ পয়সা। লিটারপ্রতি ২৭ পয়সা বেড়েছে ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের নতুন দাম ৯৩ টাকা ২৭ পয়সা। আর ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৬ টাকা ৯১ পয়সা।
করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা আরও বাড়ার সম্ভাবনা।
প্রতিদিনই নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে জ্বালানির দাম। শুক্রবার দাম বেড়ে কলকাতায় পেট্রোলের নতুন দাম হয় ৯৩ টাকা ১১ পয়সা। আর ডিজেলের দাম দাঁড়ায় ৮৬ টাকা ৬৪ পয়সা। বুধবার এবং গতকাল বৃহস্পতিবার দাম বৃদ্ধি হয়নি। এর আগে মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম বেড়েছিল লিটারপ্রতি ২৫ পয়সা। ডিজেলের দাম বেড়েছিল লিটারপ্রতি ২৯ পয়সা। দাম বৃদ্ধি হয়েছিল সোমবারও। তার আগে আবার গত শনি ও রবিবার দামে কোনও পরিবর্তন হয়নি।
গত ২৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু সহ পুদুচেরিতে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর একদিন পর ২৭ ফেব্রুয়ারি পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল। এরপর দুই মাসের বিরতির পর ফের বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের দাম। উল্লেখ্য, স্থানীয় কর ও পরিবহণ খরচ অনুসারে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দামে ফারাক হয়ে থাকে। গত ১৫ এপ্রিল তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম সামান্য কমিয়েছিল। এরপর আর মূল্য সংশোধন করা হয়নি। ওই সময় পাঁচ রাজ্যে নির্বাচন চলছিল। ভোটগ্রহণ শেষ হওয়ার পর তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল। কারণ, ওই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছিল। আমেরিকায় চাহিদার কারণে অপরিশোধিত তেলের দামে এই বৃদ্ধি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)