দ্বাদশোর্ধ্বদের প্রয়োগ করা যাবে ফাইজার, কেন্দ্রকে জানাল সংস্থা
সূত্রের খবর, কিছু বিধিনিষেধ শিথিল করার আর্জি জানানো হয়েছে সংস্থার তরফে
নয়াদিল্লি: ভারতে দ্বাদশোর্ধ্বদের প্রয়োগ করা যেতে পারে ফাইজার। কেন্দ্রকে জানাল মার্কিন ভ্যাকসিন নির্মাতা সংস্থা ফাইজার। গতকাল, বুধবার সংস্থা জানিয়েছে, এই ভ্যাকসিন রাখা যাবে ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায়। সূত্রের খবর, কিছু বিধিনিষেধ শিথিল করার আর্জি জানানো হয়েছে সংস্থার তরফে। চলতি বছরেই ভারতে ৫ কোটি টিকা পাঠাবে ফাইজার। খবর সূত্রের।
ফাইজার ভ্যাকসিন ইতিমধ্যে শিশুদের মধ্যে প্রয়োগের অনুমোদন দিয়েছে একাধিক দেশ। চলতি মাসে কানাডায় ১২ থেকে ১৫ বছরের কিশোর-কিশোরীদের জন্য ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়া হয়। করোনা টিকা ফাইজারকে ছাড়পত্র দিল কানাডার স্বাস্থ্যমন্ত্রক। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হবে ১২-১৫ বছর বয়সীদের।
প্রাথমিক পর্বে বলা হয়, মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় এই ভ্যাকসিন রাখা যাবে। কিন্তু বিশ্বের একাধিক দেশেই যা কার্যত অসম্ভব। এরপরই পর্যালোচনা করে সংস্থা জানায়, এই ভ্যাকসিন মাইনাস ২৫ ডিগ্রি থেকে ২-৮ ডিগ্রি তাপমাত্রায় এক মাস পর্যন্ত রাখা যাবে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী ৪ মাসের মধ্যে ৫ কোটি ভ্যাকসিন প্রস্তুত করবে সংস্থা। জুলাই মাসের মধ্যে প্রস্তুত করা হবে এক কোটি ভ্যাকসিন, অগাস্টে এক কোটি, সেপ্টেম্বরে দুই কোটি এবং অক্টোবরে এক কোটি ভ্যাকসিন প্রস্তুত করা হবে। সূত্রের খবর, প্রস্তুতকারক সংস্থা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসবে। সূত্রের খবর, বিভিন্ন ক্ষেত্রে বিধি নিষেধ শিথিল করার আর্জি জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
উল্লেখ্য, দেশের একাধিক রাজ্য ভ্যাকসিন আকালের অভিযোগ তুলেছে। এই আবহে দ্বাদশোর্ধ্বদের টিকাকরণ নিয়ে নিশ্চিত হওয়ার বার্তা দিল সংস্থা। এদিকে ভারতে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আবারও ২ লক্ষ ছাড়াল। দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমলেও আজও ৪ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৪৭ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ১৫ হাজার ২৩৫ জনের।