Rahul Gandhi : "চিন আমাদের এক ইঞ্চিও জমি নিতে পারেনি...", প্রধানমন্ত্রীর দাবি নিয়ে কী বললেন রাহুল ?
Pangong Tso in Ladakh : আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মদিন। লাদাখের প্যাংগং সো হ্রদের ধারে এদিন বাবাকে শ্রদ্ধা জানান ওয়েনাড়ের সাংসদ
লাদাখ : বাবা তথা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীকে (Rajiv Gandhi) তাঁর ৭৯তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে, কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। "চিনের PLA বাহিনী ভারতের এক ইঞ্চিও জমি নিতে পারেনি বলে কেন্দ্রের তরফে যে দাবি করা হয়েছে তা সত্যি নয়", বলে সুর চড়ালেন তিনি।
#WATCH | Congress MP Rahul Gandhi pays tribute to his father and former Prime Minister Rajiv Gandhi on his birth anniversary from the banks of Pangong Tso in Ladakh pic.twitter.com/OMXWIXR3m2
— ANI (@ANI) August 20, 2023
আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মদিন। লাদাখের প্যাংগং সো হ্রদের ধারে এদিন বাবাকে শ্রদ্ধা জানান ওয়েনাড়ের সাংসদ। সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতা-কর্মীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল। তিনি বলেন, "চিন আমাদের জমি দখল করে নেওয়ায় এখানকার স্থানীয় মানুষজন চিন্তিত। ওঁরা বলছেন, চিনের বাহিনী তাঁদের চারণ ভূমি দখল করে নিয়েছে। যদিও প্রধানমন্ত্রী বলেন, এক ইঞ্চিও জমি নেয়নি। এটা সত্যি নয়। এখানকার যাকে হোক আপনি জিজ্ঞাসা করতে পারেন।"
#WATCH | " Here, the concern is of course China has taken away the land...people have said that China's army has entered the area and their grazing land was taken away but PM said that not an inch of land was taken away, but this is not true, you can ask anyone here...": Rahul… pic.twitter.com/quIGZHpHqP
— ANI (@ANI) August 20, 2023
৩৭০ ধারা বাতিলের পর জন্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে, লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা নিয়ে প্রশ্ন তোলের কংগ্রেস সাংসদ। তিনি বলেন, "লাদাখের মানুষের অনেক অভিযোগ রয়েছে। তাঁদের যে স্ট্যাটাস দেওয়া হয়েছে, তাতে তাঁরা খুশি নন। তাঁরা আরও প্রতিনিধিত্ব চান, তাছাড়া বেকারত্বও উদ্বেগের একটা কারণ। এখানকার মানুষজন বলছেন, আমলাতন্ত্রের মাধ্যমে কোনও রাজ্য চলা উচিত নয়, জনপ্রতিনিধিদের মাধ্যমে চলা উচিত।"
এর পাশাপাশি বাবার সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে রাহুল বলেন, "আমার মনে পড়ছে, যখন আমি ছোট ছিলাম, বাবা একবার প্যাংগং সো থেকে ফিরে গিয়ে আমাকে এই হ্রদের কিছু ছবি দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, এটা পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা। 'ভারত জোড়ো যাত্রা'র সময়, আমার লাদাখে আসার কথা ছিল। কিন্তু, কিছু লজিস্টিক কারণে, সেই কর্মসূচি স্থগিত রাখতে হয়। ভেবেছিলাম, পরে একবার আসব এবং বেশ কিছুদিন থাকব। এরপর আমি নুবরা উপত্যকা ও কার্গিলও যাব।"