PM Modi- Donald Trump Meet: আলোচনায় উঠে এল বাংলাদেশ-প্রসঙ্গ, ট্রাম্পকে যা জানালেন মোদি
Donald Trump: বাংলাদেশে চলতে থাকা অরাজকতা এবং ভারতের প্রতি তাদের মনোভাব নিয়ে কী ভাবছে আমেরিকার নতুন ট্রাম্প সরকার ?

ওয়াশিংটন : দীর্ঘদিন ধরে অশান্তির বাতাবরণ পড়শি দেশ বাংলাদেশে। একের পর এক হিন্দু নিপীড়নের ঘটনা সামনে এসেছে। যাতে মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেঅর্থে কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই আবহে ভারতের উদ্দেশে হুঁশিয়ারিও শোনা গেছে ওপার বাংলার অনেকের মুখ থেকে । বাংলাদেশে চলতে থাকা অরাজকতা এবং ভারতের প্রতি তাদের মনোভাব নিয়ে কী ভাবছে আমেরিকার নতুন ট্রাম্প সরকার ? এবার বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। একথা জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। ওয়াশিংটনে হওয়া ওই বৈঠকে বাংলদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদি।
এনিয়ে ওয়াশিংটনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বলেন, "দুই নেতার মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে, সেটা আপনারদের জানাই। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদি তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সে দেশের পরিস্থিতি ভারত কীভাবে দেখছে সেকথাও জানানো হয় তাঁকে। এও বলা হয়, ভারত আশা করছে বাংলাদেশের পরিস্থিতি এমন একটা দিকে এগোবে যে যাতে উভয় দেশের মধ্যে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু, সেখানকার পরিস্থিতি নিয়ে চিন্তা রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদি সেই উদ্বেগ ট্রাম্পের সঙ্গে আলোচনায় তুলে ধরেছেন।"
মোদি-ট্রাম্পের বিশেষ মুহূর্ত
তবে, মার্কিন মুলুকের ভোটের আগে যেভাবে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে আর সেই কড়া অবস্থান নিতে দেখা গেল না ট্রাম্পকে! ইউনূস সরকারকে হুঁশিয়ারি কিংবা হিন্দু নির্যাতনের নিন্দা, কোনও কিছুই করলেন না তিনি। বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে, ভারতের যত উদ্বেগ, যাবতীয় বিষয়টা মোদির হাতে ছেড়ে দিয়েই কার্যত দায় ঝাড়লেন তিনি!
এর আগেই ভারতের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হতে পারে। ৭ ফেব্রুয়ারি নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বলেছিলেন, "আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আলোচিত ইস্যুগুলির মধ্যে এটিও (বাংলাদেশ) থাকতে পারে।"
ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আমেরিকা সফরে গেছেন প্রধানমন্ত্রী। ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এটাই মোদির প্রথম আমেরিকার সফর।
এদিকে দিনকয়েক আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলেছিল, বাংলাদেশ ভারতের সঙ্গে এমন সম্পর্ক স্থাপন করতে চায় যাতে উভয়পক্ষের মধ্যে পারস্পরিক সমঝোতা এবং জাতীর স্বার্থ উভয়ই রক্ষা পায় এবং সেই লক্ষ্যেই এগনোর চেষ্টা করা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
