PM Modi on Mann Ki Baat : ৪০ বছর পর অলিম্পিক্সে হকিতে পদক, ধ্যান চাঁদ থাকলে কী খুশিই না হতেন : মোদি
আজ জাতীয় ক্রীড়া দিবস । ধ্যান চাঁদের জন্মদিন উপলক্ষে ফি বছর ২৯ অগাস্ট দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশে ক্রীড়া ক্ষেত্রের অগ্রগতির কথা মন কি বাত-এ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়া দিল্লি : আজ জাতীয় ক্রীড়া দিবস । ধ্যান চাঁদের জন্মদিন উপলক্ষে ফি বছর ২৯ অগাস্ট দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশে ক্রীড়া ক্ষেত্রের অগ্রগতির কথা মন কি বাত-এ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উঠে এল ধ্যান চাঁদের কথা।
প্রধানমন্ত্রী বলেন, এবছর প্রায় ৪০ বছর পর আমরা অলিম্পিক্সে হকিতে পদক জিতেছি। আপনারা অনুমান করতে পারছেন, আজ মেজর ধ্য়ান চাঁদ থাকলে কী খুশিটাই না হতেন। আজ আমরা যুবসমাজের মধ্যে খেলাধুলোর প্রতি ভালোবাসা দেখছি। খেলার প্রতি এই আবেগের মাধ্যমেই মেজর ধ্যান চাঁদকে সবেথেকে বেশি সম্মান জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, এই মুহূর্তটা থামতে দিলে চলবে না। গ্রাম, শহরে খেলাধুলোর যেসব মাঠ রয়েছে, তা সবসময় ভর্তি থাকতে হবে। শুধুমাত্র সকলের অংশগ্রহণের মাধ্যমেই ভারত খেলার জগতে একটা উচ্চতায় পৌঁছতে পারবে।
এদিকে জাতীয় ক্রীড়া দিবসের দিনেই টোকিও প্যারালিম্পিক্সে টেবিল টেনিসে রুপো জিতেছেন ভাবিনা পটেল। তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ট্যুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, 'ইতিহাস রচনা করলেন ভাবিনা পটেল। ঐতিহাসিক রুপো জয়ের জন্য তাঁকে অনেক অভিনন্দন। তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ভাবিনা পটেল।'
ভারতের প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে টেবিল টেনিসে পদক জয় ভাবিনার। এর আগে চিনের প্রতিদ্বন্দ্বী ঝাং মিয়াওকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ভাবিনাবেন। শনিবার ম্যাচের প্রথম গেমে হেরে গিয়েছিলেন ভাবিনাবেন। খেলার ফল ছিল ৭-১১। এরপর দ্বিতীয় ও তৃতীয় গেমে যদিও ১১-৭ ও ১১-৪ ব্যবধানে জয় ছিনিয়ে ছিনিয়ে নেন তিনি। চতুর্থ গেমে ৯-১১ ব্যবধানে পিছিয়ে গিয়েছিলেন তিনি। তবে পঞ্চম গেম জিতে ম্য়াচ জিতে নেন ভাবিনাবেন। পঞ্চম গেমের ফল ১১-৮।
ফাইনালে তিনি হেরে যান চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। বিশ্বের ১ নম্বর ইং ঝৌয়ের বিরুদ্ধে হেরে যান ভাবিনা। ৩-০ ফলে হারেন ভারতের এই প্যারা অ্যাথলিট। মহিলাদের সিঙ্গলসে ক্লাব ফোর ফাইনালে পৌঁছে সোনা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন ভাবিনা। কিন্তু বিশ্বের ১ নম্বর প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই যে কঠিন হবে, তা আন্দাজ করা যাচ্ছিল।