Modi Govt's 11 Years : মোদি সরকারের ১১ বছর 'অমৃতকাল', দাবি BJP-র; 'সংবিধানের প্রতিটি পাতায় একনায়কতন্ত্রের কালি', বলছে কংগ্রেস
Rahul Gandhi: সদ্য ঘটে যাওয়া মুম্বইয়ের ট্রেন দুর্ঘটনাকে হাতিয়ার করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। "২০৪৭ সালের স্বপ্ন বিক্রি করার" অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ।

নয়াদিল্লি : ভারতীয় রাজনীতির "অসাধারণ রূপান্তর।" প্রধান নরেন্দ্র মোদির শাসনকালকে সোমবার ঠিক এই ভাষাতেই অভিহিত করেছে বিজেপি। যদিও একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ত্রুটি তুলে ধরে মোদি-সরকারের ১১ বছরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছে বিরোধীরা। মোদি-জমানায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যর্থতার অভিযোগ তুলে ধরেছে তারা। সদ্য ঘটে যাওয়া মুম্বইয়ের ট্রেন দুর্ঘটনাকে হাতিয়ার করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এখন আবার "২০৪৭ সালের স্বপ্ন বিক্রি করছে" বলে অভিযোগ করেছেন তিনি।
এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, "মোদি সরকারের ১১ বছর- কোনও জবাবদিহি নেই, কোনও পরিবর্তন নেই, কেবল প্রচার। সরকার ২০২৫ সালের কথা বলা বন্ধ করে দিয়েছে এবং এখন ২০৪৭ সালের স্বপ্ন বিক্রি করছে। আজ দেশ কীসের মুখোমুখি হচ্ছে তা কে দেখবে ?" তাঁর সংযোজন, "মোদি সরকারের ১১ বছর দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণি এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে অপমান, হিংসা ও বৈষম্যের মধ্য দিয়ে গেছে। প্রাতিষ্ঠানিকভাবে তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানানো এবং মূলধারা থেকে দূরে রাখার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।"
जब मोदी सरकार 11 साल की “सेवा” का जश्न मना रही है, तब देश की हक़ीक़त मुंबई से आ रही दर्दनाक ख़बर में दिखती है - ट्रेन से गिरकर कई लोगों की मौत।
— Rahul Gandhi (@RahulGandhi) June 9, 2025
भारतीय रेल करोड़ों की ज़िंदगी की रीढ़ है, लेकिन आज असुरक्षा, भीड़ और अव्यवस्था की प्रतीक बन चुकी है।
मोदी सरकार के 11 साल = न…
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন যে, "মোদি সরকার সংবিধানের প্রতিটি পৃষ্ঠায় একনায়কতন্ত্রের কালি ঘষে গত ১১ বছর নষ্ট করেছে।" তাঁর কথায়, "গত ১১ বছরে, মোদি সরকার ভারতীয় গণতন্ত্র, অর্থনীতি এবং সামাজিক কাঠামোর মারাত্মক ক্ষতি করেছে।"
"বিজেপির প্রতিশ্রুতি ভঙ্গ উন্মোচন করার জন্য" দুই সেট নথি প্রকাশ করে কংগ্রেস প্রধানমন্ত্রী মোদির আমলের একটি রিপোর্ট কার্ডও বের করেছে। এই বুকলেটটি তৈরি করেছেন কংগ্রেসের রিসার্চ ডিপার্টমেন্টের প্রধান রাজীব গৌড়া। তাঁর অভিযোগ, এই সরকার ভুয়ো খবর এবং প্রচারে খুবই পারদর্শী। বিরোধী দল হিসেবে তাদের কাজ হল জনগণকে এই ভয়াবহ বাস্তবতা সম্পর্কে অবহিত করা।
একইভাবে সরব হয়েছে সমাজবাদী পার্টি। দলীয় প্রধান অখিলেশ যাদব শিক্ষা, কর্মসংস্থান ও আর্থিক কার্যকলাপে কেন্দ্রের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় এবং উত্তরপ্রদেশ সরকারের চলমান প্রকল্পগুলির কথা উল্লেখ করে তাদের মধ্যে সমন্বয়ের অভাবের অভিযোগ করেছেন।
অখিলেশ বলেন, "এটা ওদের ১১ বছর হতে পারে। যদি আমরা কেন্দ্রীয় সরকারের ১১ বছর এবং উত্তরপ্রদেশ সরকারের ৯ বছর যোগ করি, তাহলে মোট ২০ বছর হবে। সরকারকে এই ২০ বছরের হিসাব দিতে হবে। তারা জনগণের জন্য কী করেছে? শিক্ষায় আমরা কতদূর এগিয়েছি ? কর্মসংস্থান প্রদান বা বিনিয়োগ আকর্ষণে আমরা কতটা সফল হয়েছি?"
'অমতৃকাল'
উল্টোদিকে, সাংবাদিক বৈঠক করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দাবি করেছেন, গত ১১ বছরে "তুষ্টিকরণের" রাজনীতি থেকে বেরিয়ে "কর্মক্ষমতা, জবাবদিহি এবং দায়িত্বশীল শাসন"-ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে। নাড্ডার কথায়, "এটা স্বর্ণাক্ষরে লেখা উচিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১১ বছরে এক অসাধারণ রূপান্তর ঘটেছে। প্রধানমন্ত্রী মোদি ভারতীয় রাজনৈতিক সংস্কৃতিকে নতুন রূপ দিয়েছেন। অতীতে, ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে তোষণ কৌশলে রাজনীতি পরিচালিত হত। এখন, প্রধানমন্ত্রী মোদির অধীনে কর্মক্ষমতা, জবাবদিহি এবং দায়িত্বশীল শাসনের উপর জোর দেওয়া হচ্ছে। এটি নতুন স্বাভাবিক হয়ে উঠেছে।"
তাঁর সংযোজন, "মোদি সরকার জনগণের নেতৃত্বাধীন সরকার। গত কয়েক বছর ধরে আমরা স্বচ্ছতা এনেছি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রশাসন গড়ে তুলেছি। সেই কারণেই আমরা বিকশিত ভারত সম্পর্কে কথা বলি। এটা অমৃত কাল। গত ১১ বছর সত্যিকার অর্থে উন্নত এবং আত্মনির্ভর ভারতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে।"






















