(Source: ECI/ABP News/ABP Majha)
Modi In US : হোয়াইট হাউসে নৈশভোজে মুকেশ ও নীতা আম্বানি
স্টেট ডিনারে প্রায় ৪০০ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাইডেন
ওয়াশিংটন ডিসি : বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুযায়ী ২৩ জুন অর্থাৎ শুক্রবার) আমেরিকার প্রেসডিন্ট জো বাইডেনের (US President Joe Biden) আমন্ত্রণে হোয়াইট হাউসে নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। স্ত্রী জিল বাইডেনকে (First Lady Jill Biden) সঙ্গে নিয়ে মোদির আতিথেয়তায় কোনও ত্রুটি রাখেননি আমেরিকার প্রেসিডেন্ট। পরে যার উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসের সেই নৈশভোজেই আমন্ত্রিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Reliance Industries chairman Mukesh Ambani) ও রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নীতা আম্বানি (Reliance Foundation founder and chairperson Nita Ambani)।
Mukesh Ambani and Nita Ambani at the White House for the State Dinner. #MukeshAmbani #NitaAmbani #ModiInAmerica pic.twitter.com/OIJqMO4ZZK
— ABP News (@ABPNews) June 23, 2023
প্রযুক্তি ও ব্যবসার জগতে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে আম্বানিদের। হোয়াইট হাউসে সস্ত্রীক মুকেশ আম্বানির উপস্থিতি তাই অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা। স্টেট ডিনারে প্রায় ৪০০ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাইডেন। অতিথি তালিকায় আম্বানিরা ছাড়াও, উল্লেখ্যযোগ্য নামগুলি ছিল- গুগলের CEO সুন্দর পিচাই, আপেলের CEO টিম কুক, ইন্দ্রা নুইয়ি, আনন্দ মহিন্দ্রা, নিখিল কামাথ, অ্যান্টনি ব্লিঙ্কেন, শান্তনু নারায়ণ, এরিক গারসেতি, কেভিন ম্যাকার্থি, সত্য নাদেলা, জিনা রাইমোন্ডো প্রমুখ।
মূলত কোনও দেশের রাষ্ট্রনেতা বা সরকারের প্রধানকে সম্মান জানাতে নৈশভোজের আমন্ত্রণ করেন আমেরিকার প্রেসিডেন্ট। দ্য হোয়াইট হাউট হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, হোয়াইট হাউসের সবথেকে উল্লেখ্যযোগ্য বিষয়গুলির অন্যতম স্টেট ডিনার। মূলত বন্ধু রাষ্ট্রের নেতাদের সঙ্গে একসঙ্গে টেবিলে বসে খাবার খান আমেরিকার প্রেসিডেন্ট।
এপ্রসঙ্গে উল্লেখ্য, হোয়াইট হাউসে ডিনারে মোদির যোগদানই উল্লেখ করছে, ভারতকে আমেরিকা অন্যতম প্রধান সঙ্গীদেশ হিসাবে দেখছে। প্রেসিডেন্ট বাইডেন নিজের মেয়াদকালে এরকম অতিথি আপ্যায়ণ এর আগে আর মাত্র দুই বার করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল ও ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোকে । সার্বিক এই পরিসংখ্যানের দিকে নজর রেখেই মোদির এই সফরকে ভারত ও আমেরিকা উভয় দেশের জন্যই "ঐতিহাসিক" সফর বলে ব্যাখ্যা করেছেন মুকেশ আম্বানি।
হোয়াইট হাউসের ডিনারে আরও নানা ক্ষেত্রের বিশিষ্টরা যোগ দিয়েছিলেন। সেই তালিকায় রয়েছেন- মানবাধিকারকর্মী মার্টিন লুথার কিং তৃতীয়, টেনিস কিংবদন্তি বিলি জেন কিং, প্রখ্যাত চিত্র পরিচালক এম নাইট শ্যামালান, ফ্যাশন আইকন ব়্যালফ লরেন, গ্র্যামিজয়ী জোসুয়া বেল ।
অন্যদিকে সস্ত্রীক বাইডেন ছাড়াও, তাঁর পরিবার থেকে ছিলেন- হান্টার বাইডেন, অ্যাশলে বাইডেন, জেমস বাইডেন, নাওমি বাইডেন নীল, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।