Independence Day 2023: 'কোনও রাজনৈতিক দলের দায়িত্বে কেন একটা পরিবার ?', প্রশ্ন মোদির
PM Modi Attacks Rahul: 'পরিবারবাদই ধ্বংস করেছে আমাদের দেশকে', ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে নাম না করেই কাদের নিশানা করলেন প্রধানমন্ত্রী ?
নয়াদিল্লি: ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে (Independenceday2023) এদিন মোদির মুখে শোনা যায় 'দেশে শক্তিশালী সরকার, তিন দশকের অনিশ্চয়তা কাটিয়েছে।' তবে প্রশংসার মাঝেই 'পরিবারবাদ' নিয়ে এদিন তোপ দাগতে দেখা যায় প্রধানমন্ত্রীকে (PM Modi)।
'কোনও রাজনৈতিক দলের দায়িত্বে কেন একটা পরিবার ?'
নাম না করেই এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, 'পরিবারবাদই ধ্বংস করেছে আমাদের দেশকে। কীভাবে একটি রাজনৈতিক দলের দায়িত্বে শুধুমাত্র একটি পরিবার থাকতে পারে ?' প্রশ্ন প্রধানমন্ত্রীর।
#WATCH | PM Modi speaks on dynastic politics during his Independence Day speech
— ANI (@ANI) August 15, 2023
"Today, 'parivarvaad' and appeasement has destroyed our country. How can a political party have only one family in charge? For them their life mantra is- party of the family, by the family and for… pic.twitter.com/xxmumTCc4Z
'দেশের সর্বনাশ করেছে পরিবারবাদ আর তোষণের রাজনীতি'
দুর্নীতির রাক্ষস দেশকে লুটে খেয়েছিল, এদিন নাম না করে কংগ্রেস সরকারকে নিশানা নরেন্দ্র মোদির। 'দেশের সর্বনাশ করেছে পরিবারবাদ আর তোষণের রাজনীতি। এসব রাষ্ট্রের চরিত্রের পক্ষে কলঙ্কজনক। দেশের গণতন্ত্রে বিকৃতি এনেছে পরিবারবাদী, ভাইপোবাদী দলগুলি' বার্তা প্রধানমন্ত্রীর। সঙ্গে তাঁর নেতৃত্বে বিজেপির শাসনকালে দেশের পরিবর্তনের কথা উল্লেখ করতে গিয়ে মোদির বার্তা, '২০১৪-য় এমন সরকার আপনারা গড়েছিলেন, যার ভিত্তিতে মোদি সংস্কার করতে পেরেছে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এখন ভারতের মূল মন্ত্র'।
আরও পড়ুন, 'ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে মহিলাদের..', নয়া যোজনা মোদির
আজ ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে সমারোহ
উল্লেখ্য, আজ ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে সমারোহ। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে দশমবার। এদিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি। এরপর পৌঁছন লালকেল্লায়। সেখানে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং তিন বাহিনীর প্রধানরা। অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন ক্ষেত্রের ১ হাজার ৮০০ জন। লালকেল্লায় পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর ২১ বার তোপধ্বনির মধ্যেই জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। আকাশপথে পুষ্পবৃষ্টি করে সেনা কপ্টার। স্বাধীনতার ৭৬ বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লি-সহ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।