করোনা চিকিৎসায় আয়ুর্বেদের বৈজ্ঞানিক বৈধতা খতিয়ে দেখতে টাস্ক ফোর্স গঠন মোদির
চিরাচরিত ওষুধগুলি কীভাবে কোভিড-১৯ চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, তা খতিয়ে দেখাই হবে টাস্ক ফোর্সের প্রধান লক্ষ্য।
নয়াদিল্লি: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর মতো গবেষণামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে আয়ুর্বেদ সহ চিরাচরিত ওষুধের সূত্রগুলির বৈজ্ঞানিক বৈধতা নির্ধারণ করতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
PM has set up a task force for scientific validation of Ayurveda&traditional medicine formulas through research institutions like ICMR,for use in treatment of #COVID19. We received 2000 proposals, of which many will be sent to ICMR&others,after screening: Shripad Y Naik,MoS AYUSH pic.twitter.com/YQG91aqC0z
— ANI (@ANI) April 11, 2020
চিরাচরিত ওষুধগুলি কীভাবে কোভিড-১৯ চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, তা খতিয়ে দেখাই হবে টাস্ক ফোর্সের প্রধান লক্ষ্য। এমনটাই জানিয়েছেন আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক।
Today, as the entire world fights against COVID virus, traditional medicines including Homeopathy have important role to play against it. I am sure Homeopathy will continue its endeavour to bring best out of it, to overcome the threat posed by COVID virus.????
— Shripad Y. Naik (@shripadynaik) April 10, 2020
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নায়েক বলেন, এখনও পর্যন্ত আমরা ২ হাজারের মতো প্রস্তাব পেয়েছি। প্রাথমিক স্ক্রিনিংয়ে যেগুলি উতরে যাবে, সেগুলির বৈজ্ঞানিক বৈধতা নির্ধারণ করতে আইসিএমআর সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হবে।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যে করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসায় তাঁরা অ্যালোপ্যাথির সঙ্গে আয়ুর্বেদ পদ্ধতিতেও চিকিৎসা চালাচ্ছেন বলে জানান গোয়ার এক মন্ত্রী।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )