এক্সপ্লোর
প্রধানমন্ত্রীর বারাণসী অফিস বিক্রির বিজ্ঞাপন ওএলএক্সে, গ্রেফতার ৪
জানা গিয়েছে, হাউস অ্যান্ড ভিলা ক্যাটাগরিতে OLX-এ পোস্ট করা হয় ওই বিজ্ঞাপন।

বারাণসী: OLX-এ বিক্রির জন্য উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারাণসীর সংসদীয় অফিস। বিজ্ঞাপন দেখে পুলিশের চক্ষু চড়কগাছ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে তারা।
জানা গিয়েছে, হাউস অ্যান্ড ভিলা ক্যাটাগরিতে OLX-এ পোস্ট করা হয় ওই বিজ্ঞাপন। বলা হয়, ৪টি বাথরুম সহ বেডরুম, সম্পূর্ণ সাজানো গোছানো বাড়ি, রেডি টু মুভ। তারপর আরও তথ্য, ৬৫০০ বর্গ ফুটের ওপর তৈরি দোতলা বাড়ি, উত্তর পূর্ব মুখী। গাড়ি পার্কিং আছে। আর সম্পত্তির নাম? প্রধানমন্ত্রীর অফিস, বারাণসী!
OLX पर शरारती तत्वों द्वारा पीएम के संसदीय कार्यालय को बेचने हेतु दिये गये विज्ञापन के सम्बन्ध में #SSP_VNS @amitpathak09 की बाईट @Uppolice @dgpup @adgzonevaranasi @IgRangeVaranasi @AmarUjalaNews @Live_Hindustan @TOIIndiaNews @htTweets pic.twitter.com/oXLwh34oyM
— Varanasi Police (@varanasipolice) December 18, 2020
প্রধানমন্ত্রী বারাণসীর সাংসদ, তাঁর অফিস গুরুধাম কলোনিতে। অফিসের দাম হিসেবে OLX-এ দাম চাওয়া হয় সাড়ে সাত কোটি টাকা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, লক্ষ্মীকান্ত ওঝা নামে একজন ওই বিজ্ঞাপনটি দিয়েছে। বারাণসীর এসএসপি অমিত কুমার পাঠক জানিয়েছেন, সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন সরিয়ে দেওয়া হয়, লক্ষ্মীকান্ত সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, হাউস অ্যান্ড ভিলা ক্যাটাগরিতে OLX-এ পোস্ট করা হয় ওই বিজ্ঞাপন। বলা হয়, ৪টি বাথরুম সহ বেডরুম, সম্পূর্ণ সাজানো গোছানো বাড়ি, রেডি টু মুভ। তারপর আরও তথ্য, ৬৫০০ বর্গ ফুটের ওপর তৈরি দোতলা বাড়ি, উত্তর পূর্ব মুখী। গাড়ি পার্কিং আছে। আর সম্পত্তির নাম? প্রধানমন্ত্রীর অফিস, বারাণসী! খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















