PM Narendra Modi: ফিজির পর পাপুয়া নিউ গিনি! সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি
PM Modi got Award: এর আগে মোদি বিমান থেকে নামতেই তাঁকে প্রণাম করেছিলেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে নিয়ম ভাঙা হয়েছিল। সূর্যাস্তের পরে তাঁকে স্বাগত জানানো হয় পাপুয়া নিউ গিনিতে। শুধু তাই নয়। মোদি বিমান থেকে নামতেই ভারতীয় সংস্কার অনুযায়ী তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে যান পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। তা ভাইরালও হয়েছিল। এবার ভারতের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান দিন পাপুয়া নিউ গিনি।
সেদেশের গভর্নর জেনারেল স্যার বব ডাডাই (Sir Bob Dadae) মোদিকে conferred the Companion of the order of Logohu- সম্মানে ভূষিত করেন। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলিকে একত্রিত করার জন্য এবং গ্লোবাল সাউথ বার্তা দেওয়ার জন্য এই সম্মান দেওয়া হয়েছে। এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে এই সম্মান দেওয়া হয়েছিল।
Humbled by the gesture of Papua New Guinea of conferring me with the Companion of the Order of Logohu. Gratitude to Governor General Sir Bob Dadae for presenting the award. This is a great recognition of India and the accomplishments of our people. pic.twitter.com/VDhqTJK6Ra
— Narendra Modi (@narendramodi) May 22, 2023
শুধু পাপুয়া নিউ গিনি নয়, ফিজি তাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে নরেন্দ্র মোদিকে। ফিজি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা মোদিকে Companion of the Order of Fiji- সম্মানে ভূষিত করেছেন। ফিজির সঙ্গে ভারতের সম্পর্কের কথা বলে ট্যুইট করেছিলেন মোদি। প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছিলেন, 'ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার জন্য আমরা মুখিয়ে রয়েছি।'
এর আগেও একাধিক দেশ তাদের সরকারি সম্মান দিয়ে ভূষিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
১. অর্ডার অফ আবদুলআজিজ আল সওদ- এটি অমুসলিম ব্যক্তিদের জন্য সৌদি আরবের সর্বোচ্চ সম্মান (২০১৬)
২. স্টেট অর্ডার অফ গাজি আমির আমানুল্লা খান- এটি আফগানিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান (২০১৬)
৩. গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্তাইন অ্যাওয়ার্ড- বিদেশি নাগরিকদের দেওয়া প্যালেস্তাইনের সর্বোচ্চ সম্মান (২০১৮)
৪. অর্ডার অব জায়েদ- এটি সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ অসামরিক সম্মান (২০১৯)
৫. অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু অ্যাওয়ার্ড- এটি রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান- (২০১৯)
৬. অর্ডার অব দি ডিস্টিঙ্গুইশড রুল অব নিশান ইজুদ্দিন- এটি বিদেশি নাগরিকদের দেওয়া মলদ্বীপের সর্বোচ্চ সম্মান- (২০১৯)
৭. কিং হামাদ অর্ডার অব রেঁনেসা (ফার্স্ট ক্লাস)- এটি বাহরিনের সর্বোচ্চ নাগরিক সম্মান (২০১৯)
৮. লিজিওঁ অব মেরিট বাই দি ইউএস গভর্নমেন্ট (২০২০)
৯. অর্ডার অফ দি ড্রুক গ্যালপো। এটি ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান। (ডিসেম্বর, ২০২১)
এছাড়াও আরও একাধিক আন্তর্জাতিক সংগঠন বা মঞ্চের তরফ থেকে বিভিন্ন সময়ে সম্মানিত করা হয়েছে নরেন্দ্র মোদিকে।
আরও পড়ুন: নীল, কমলা না কি সাদা? কোন পাসপোর্ট আপনার? কেন এত ভাগ?