Narendra Modi : এগিয়ে গিয়ে মোদিকে সোজা 'জাদু কী ঝাপ্পি' খুদের ! প্রধানমন্ত্রীর চেনো নাকি প্রশ্নে উত্তর 'ছবি দেখেছি'
নরেন্দ্র মোদিও ওই খুদের পিঠ চাপড়ে উৎসাহ দেন। যার কিছুটা পরেই সেখানে উপস্থিত বাকি বাচ্চাদের সঙ্গে আলাপচারিতার মাঝে তিনি জানতে চান তারা মোদিকে চেনে কি না, যার উত্তরেই খুদের জবাব, ছবি দেখেছে।টেলিভিশনেও।
নয়াদিল্লি : বন্ধুদের সঙ্গে অপেক্ষা করছিল সে। বেশ কিছুটা অপেক্ষার পর হাজির হলেন অতিথি। আর তাঁকে দেখে এগিয়ে গিয়ে সোজা দু'হাত বাড়িয়ে জড়িয়ে ধরল খুদে। এহেন অতিথি-আপ্যায়ন দেখে লাল জামা পরা খুদের পিঠ চাপড়ে দিলেন অতিথি। কে তিনি ? নরেন্দ্র মোদি। হ্যাঁ, সবাইকে অবাক করে দেশের প্রধানমন্ত্রীকে সোজা গিয়ে 'জাদু কি ঝাপ্পি' উপহার দিল এক খুদে। যার খানিক পরে আরও বাকি খুদেদের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় তাঁকে চেনেন কি না বলে নরেন্দ্র মোদি জানতে চাইলে সেই খুদের সটান জবাব, 'ছবি দেখেছি। টেলিভিশনে ভিডিওতেও দেখেছি।' যা শুনে তখন হাসির রোল। ঘটনাস্থল নয়াদিল্লি।
রাজধানীতে জাতীয় শিক্ষানীতির (National Education Policy) তৃতীয় বর্ষ উদযাপনের লক্ষ্যে অখিল ভারতীয় শিক্ষা সমাগমের আয়োজন করা হয়েছে। যেখানে দেশের বিভিন্ন বয়সের খুদে পড়ুয়ারা অংশ নিয়েছে। শনিবার সেখানেই হাজির হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। আর সেখানেই ঘটেছে মজাদার এই ঘটনাক্রম। পরে যা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করে নরেন্দ্র মোদি। যেখানে তিনি লেখেন, 'খুদেদের সারল্য ও উদ্দীপনা সবসময় মনে আনন্দ ও উৎসাহে ভরিয়ে দেয়।' পরে যে ঘটনার ক্লিপও শেয়ার করেন প্রধানমন্ত্রী।
যে ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী সেখানে পৌঁছতেই সোজা এগিয়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরছে ওই খুদে। নরেন্দ্র মোদিও ওই খুদের পিঠ চাপড়ে উৎসাহ দেন। যার কিছুটা পরেই সেখানে উপস্থিত বাকি বাচ্চাদের সঙ্গে আলাপচারিতার মাঝে তিনি জানতে চান তারা মোদিকে চেনে কি না, যার উত্তরেই খুদের জবাব, ছবি দেখেছে। টেলিভিশনেও।
আলাপচারিতার পর খুদেদের পছন্দের কাজ করে তাঁকে দেখানোর জন্য উৎসাহও দেন প্রধানমন্ত্রী। যারপর খুদেরা তাঁদের বিভিন্ন আঁকা, হাতের কাজ মেলে ধরে দেশের প্রধানমন্ত্রীর সামনে।
मासूम बच्चों के साथ आनंद के कुछ पल! इनकी ऊर्जा और उत्साह से मन उमंग से भर जाता है। pic.twitter.com/rGY2mv5eK8
— Narendra Modi (@narendramodi) July 29, 2023
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial