G7 Summit : পোপকে আলিঙ্গন মোদির; G7 সম্মেলনে গিয়ে জেলেনস্কি-সহ একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে সারলেন বৈঠকও
Narendra Modi: এদিকে সম্মেলনে যোগ দিতে গিয়ে ফ্রান্স ও ইউক্রেনের প্রেসিডেন্ট ও ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন।
আপুলিয়া (ইতালি) : ইতালিতে G7 সম্মেলনে যোগ দিতে গিয়ে পোপ ফ্রান্সিসকে আলিঙ্গন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ সংস্থা ANI-এর শেয়ার করা ভিডিওয় দেখা গেছে, পোপ ও মোদি একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করছেন, সংক্ষিপ্ত কথাও হয় তাঁদের মধ্যে। পোপকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদি। এর পাশাপাশি মানুষের সেবায় পোপের অবদানের কথা তুলে ধরেন। পরে এক্স হ্যান্ডেলে এনিয়ে পোস্টও করেন প্রধানমন্ত্রী। এদিকে সম্মেলনে যোগ দিতে গিয়ে ফ্রান্স ও ইউক্রেনের প্রেসিডেন্ট ও ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন।
Met Pope Francis on the sidelines of the @G7 Summit. I admire his commitment to serve people and make our planet better. Also invited him to visit India. @Pontifex pic.twitter.com/BeIPkdRpUD
— Narendra Modi (@narendramodi) June 14, 2024
এবার G7 সম্মেলনের আসর বসেছে ইতালির আপুলিয়া এলাকার বিলাসবহুল বর্গো এগনাজিয়া রিসর্টে। সম্মেলনে ভারতকে Outreach Country হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এটাই প্রধানমন্ত্রী মোদির প্রথম বিদেশ সফর।
ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক মোদির-
এদিন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরেঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে ভারত-ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। উভয় দেশের রাষ্ট্রনেতার মধ্যে প্রতিরক্ষা, পরমাণু, মহাকাশ, শিক্ষা, জলবায়ু পরিবর্তন, ডিজিটাল পাবলিক পরিকাঠামো, যোগাযোগ ও সাংস্কৃতিক উদ্যোগের মতো বিষয়ে আলোচনা হয়েছে। তাঁরা ‘মেক ইন ইন্ডিয়া’-তে নজর দেওয়া-সহ কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছেন। এর পাশাপাশি তাঁরা বিশ্ব ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে পারস্পরিক মতামত আদান-প্রদান করেন।
ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক-
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও এদিন বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। যেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। PIB এক বিবৃতিতে জানিয়েছে, রাজনৈতিক পরামর্শ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সমালোচনামূলক এবং উচ্চ প্রযুক্তি খাত এবং জনগণের মধ্যে সম্পর্ক নিয়ে উন্নতিতে উভয় দেশের রাষ্ট্রনেতা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ-
সুনক ও মাকরেঁর সঙ্গে বৈঠকের পাশাপাশি এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন মোদি। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। এর পাশাপাশি স্যুইৎজারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন নিয়েও তাঁরা মতামত আদানপ্রদান করেন। প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন যে, ভারত আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহিত করে চলেছে এবং ভারত শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করার জন্য সবকিছু করবে। দুই নেতা যোগাযোগে থাকার কথা জানিয়েছেন বলে জানিয়েছে পিআইবি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে