এক্সপ্লোর
Advertisement
‘শান্তিপূর্ণ সমাধান’, প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এল রাম মন্দির প্রসঙ্গ
দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে উঠে এল অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রসঙ্গ। তিনি বললেন, দশ দিন আগে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু হয়েছে। রামজন্মভূমি সংক্রান্ত বিষয়টি কয়েক শতাব্দী ধরে চলে আসছিল।
নয়াদিল্লি: দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে উঠে এল অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রসঙ্গ। তিনি বললেন, দশ দিন আগে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু হয়েছে। রামজন্মভূমি সংক্রান্ত বিষয়টি কয়েক শতাব্দী ধরে চলে আসছিল। এই ইস্যুর শান্তিপূর্ণ সমাধান হয়েছে। দেশের মানুষ যে সংযম ও আচরণ করেছেন, তা অভূতপূর্ব। তা ভবিষ্যতের জন্য আমাদের প্রেরণা হয়ে থাকবে। সদ্ভাবনার মাধ্যমেই আমরা এগিয়ে চলব।
Construction of a grand Ram Temple in Ayodhya started 10 days ago. Ramjanmbhoomi issue that prevailed for centuries, has been resolved peacefully. The conduct of people of the country has been unprecedented and is an inspiration for future: PM Modi on #IndependenceDay pic.twitter.com/lwdOu7aBP4
— ANI (@ANI) August 15, 2020
উল্লেখ্য, গত ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ভূমি পুজোর পর শুভ মুহূর্তে শিলা রেখেছিলে তিনি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, ৫ শতাব্দীর পর সংকল্প পূর্ণ হল। প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর সমাধান করেছেন।
প্রধানমন্ত্রী অযোধ্যায় তাঁর ভাষণে বলেছিলেন, এই ঐতিহাসিক মুহূর্তের জন্য আমন্ত্রণ পাওয়াটা তাঁর কাছে সৌভাগ্যের। তিনি বলেছেন, আমার এখানে আসা স্বাভাবিক ছিল, আজ ইতিহাস রচনা হচ্ছে। বছরের পর রামলাল তাঁবুতে ছিলেন। কিন্তু এখন দারুণ একটা মন্দির নির্মাণ হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement