PM Narendra Modi: সীমান্তে চরম উত্তেজনা, ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তাপের আবহে রাশিয়া সফর বাতিল প্রধানমন্ত্রী মোদির
Pahalgam Incident: পহেলগাঁওয়ে হামলার পর থেকে একের পর এক বৈঠক করে চলেছেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি : রাশিয়ায় বিজয় দিবসের প্যারেডে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৯ মে রয়েছে বিজয় দিবসের প্যারেড। তবে, ভারতের প্রতিনিধিত্ব করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০ তম বার্ষিকী এটা। সেই উপলক্ষে মস্কোয় আয়োজিত প্যারেড-অনুষ্ঠানে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী, জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী মোদিকে আগেই আমন্ত্রণ জানিয়েছিল রাশিয়া। কিন্তু, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণহানিকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার আবহে সফর বাতিল প্রধানমন্ত্রীর। উপত্যকায় রক্তপাতের খবর পেয়ে আগেও সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরে এসেছিলেন তিনি।
পহেলগাঁওয়ে হামলার পর থেকে একের পর এক বৈঠক করে চলেছেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর সঙ্গে বৈঠক করেছেন তিনি। বুধবার রাজনীতি সম্পর্কিত ক্যাবিনেট কমিটির বৈঠকেও তিনি নেতৃত্ব দেন। ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার পর এবারই এই বৈঠক।
রাশিয়ার বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ৯ মে রেড স্কোয়ারে বার্ষিক মস্কো বিজয় দিবস কুচকাওয়াজ, একটি গুরুত্বপূর্ণ সামরিক প্রদর্শনী। রাশিয়ান সশস্ত্র বাহিনীর এই কুচকাওয়াজ অত্যন্ত প্রতীকী গুরুত্ব বহন করে, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাধারণত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন এবং ভাষণ দেন। এই অনুষ্ঠানটি রাশিয়ার সামরিক শক্তির একটি বিশিষ্ট প্রদর্শনী এবং গুরুত্বপূর্ণ বিষয়।
এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশাল মিডিয়া পোস্টের দিন কয়েকের মধ্যেই ইউক্রেনের সঙ্গে সংঘর্ষ-বিরতি ঘোষণা করেছে রাশিয়া। তিন দিনের সংঘর্ষ-বিরতি ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। "মানবিকতার কারণে" আগামী ৮ মে থেকে ১০ মে পর্যন্ত চলবে না যুদ্ধ, এমনই ঘোষণা করা হয়েছে। তবে রাশিয়ার তরফে এও বলা হয়েছে, ইউক্রেনও সংঘর্ষ-বিরতি মেনে চলবে বলে আশা করছে ক্রেমলিন। কিন্তু, এর লঙ্ঘন হলে পাল্টা জবাব দিতে পিছপা হবে না রাশিয়া। ক্রেমলিনের তরফে বলা হয়, "রাশিয়া বিশ্বাস করে যে ইউক্রেনও এই উদাহরণ অনুসরণ করবে। ইউক্রেনীয় পক্ষের তরফে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলে, রাশিয়ান সশস্ত্র বাহিনী পর্যাপ্ত এবং কার্যকর প্রতিক্রিয়া জানাবে।"
দিনকয়েক আগেই সোশাল মিডিয়ায় পোস্ট করে আমেরিকার প্রেসিডেন্ট লিখেছিলেন, কিভে (ইউক্রেনের রাজধানী) রাশিয়ার হামলা নিয়ে আমি খুশি নই। এটা প্রয়োজন ছিল না, খুব খারাপ সময়ে এটা করা হয়েছে। ভ্লাদিমির থামুন ! সপ্তাহে ৫ হাজার জওয়ান মারা যাচ্ছেন।"






















