PM Modi: মমতার আসন চ্যালেঞ্জকে হাতিয়ার করে কংগ্রেসকে বিঁধলেন মোদি !
Modi Slams Congress:হাতশিবিরকে নিশানা করতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর টেনেই সরব মোদি। কার্যত তৃণমূল নেত্রীর মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে খোঁচা
নয়াদিল্লি: লোকসভার পরে রাজ্যসভা (Rajya Sabha)। ফের সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। হাতশিবিরকে নিশানা করতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর টেনেই সরব মোদি।
এদিন বক্তব্য রাখার সময় তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে, কংগ্রেস ৪০ পার করতে পারবে না। আমি চাই কংগ্রেস ৪০ আসন রক্ষা করুক।' কার্যত তৃণমূল নেত্রীর মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে খোঁচা নরেন্দ্র মোদির।
A challenge has been posed before you from West Bengal that Congress will not be able to cross 40 (in Lok Sabha elections 2024). I pray that you are able to secure 40: Prime Minister Narendra Modi in Rajya Sabha pic.twitter.com/azDwsOplgc
— ANI (@ANI) February 7, 2024
লোকসভা ভোট দোরগোড়ায়। বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে তৈরি INDIA ব্লক নিয়ে জলঘোলা এখনও কমেনি। একযোগে বিজেপিকে নিশানা করা দূরে থাক। ব্লকের দলগুলির সঙ্গেই আসন-রফা নিয়ে তুমুল টানাপড়েন চলছে কংগ্রেসের সঙ্গে। সেই ইস্যু নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করলেন মোদি। তাঁর হাতিয়ার হল দিনকয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একটি মন্তব্য।
সম্প্রতি বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা হওয়া এবং আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের সঙ্গে তুমুল টানাপড়েন চলছে তৃণমূলের। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে নিশানা করে বলেছিলেন, জোট না হওয়ার জন্য দায়ী কংগ্রেসই। উত্তর ও মধ্যভারতে বিজেপির সঙ্গে ৩০০ আসনে কংগ্রেসকে সরাসরি লড়াই করার কথা বলেছিলেন তিনি। কিন্তু তা কংগ্রেস শোনেনি বলে জানিয়েছেন তিনি। মমতার তোপ ছিল, তাঁর সন্দেহ রয়েছে ওই ৩০০ আসনে লড়লে ৪০টা আসনও কংগ্রেস পাবে কিনা।
সেই মন্তব্য তুলে ধরেই এদিন কংগ্রেসকে নিশানা করেন মোদি। তিনি আরও বলেন, 'মল্লিকার্জুন খাড়গেই এনডিএ-কে ৪০০ আসন প্রাপ্তির আশীর্বাদ দিয়েছেন। আমার কণ্ঠ আপনারা রুদ্ধ করতে পারবেন না। দেশের মানুষ আমায় শক্তি দিয়েছেন।' আরও তোপ দেগেছেন মোদি। তাঁর খোঁচা, 'চিন্তাভাবনাতেও কংগ্রেস পিছিয়ে পড়েছে। স্বাধীনতার পর থেকে দেশ শাসন করা দলের এই পতন দেখে দুঃখ হয়। আমার কংগ্রেসের প্রতি সমবেদনা রয়েছে। কংগ্রেস ক্ষমতার অহঙ্কারে গণতন্ত্রকে হত্যা করেছিল। দেশের সংবিধান, মর্যাদাকে জেলবন্দি করেছিল। সেই কংগ্রেস এখন আমাদের গণতন্ত্র নিয়ে জ্ঞান দিচ্ছে।'
লোকসভা ভোট আসন্ন, তার আগে বিরোধী শিবিরের ছত্রভঙ্গ অবস্থাকেই কি অস্ত্র করছেন মোদি?
আরও পড়ুন: মানবপাচার চক্রের মাধ্যমে বাংলায় রোহিঙ্গারা! NIA চার্জশিটে বিস্ফোরক দাবি