PM Modi Speech Live Updates: '২০২৮-এ আবার অনাস্থা আনবেন বিরোধীরা, একটু হোমওয়ার্ক করে আসবেন', কটাক্ষ মোদির
Parliament News LIVE updates: সংসদের নিম্নকক্ষে আজ জবাবি ভাষণ মোদির। দেখে নিন সেই খবরের লাইভ আপডেটস...

Background
নয়া দিল্লি: বিরোধীদের (Opposition) অনাস্থা প্রস্তাব, স্লোগানের মধ্যেই লোকসভায় (Lok Sabha) নরেন্দ্র মোদি (Narendra Modi)। অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার জবাব দিতে পারেন তিনি, এমনটাই সূত্রের খবর। বুধবারই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, বিরোধীদের অনাস্থা প্রস্তাবের জবাব ১০ অগাস্ট লোকসভাতে দেবেন মোদি। সেই কারণে গোটা দেশের নজরে আজ সংসদ (Parliament)।
Parliament LIVE News Updates: 'যে যে সংস্থাকে বলেছে খারাপ হবে, তাঁরাই এখন মজবুত হচ্ছে'
'যে যে সংস্থাকে বলেছে খারাপ হবে, তাঁরাই এখন মজবুত হচ্ছে', কংগ্রেসকে দুষে মন্তব্য মোদির
PM Narendra Modi Speech LIVE Updates: 'একাধিক বিদেশি বিনিয়োগ আসছে'
এদিন সংসদে মোদি বলেন, একাধিক বিদেশি বিনিয়োগ আসছে, গরীবরা এখন স্বপ্ন দেখতে পারবে, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতের গরীবের সংখ্যা কমেছে। ভারত আজ অতি গরীব কমিয়েছে, জানিয়েছে আইএমএফ























