Chaudhary Charan Singh International Airport:বছর ৮০ লক্ষ যাত্রীর যাতায়াতের সুবিধা, লখনৌয়ের বিমানবন্দরের নয়া টার্মিনাল উদ্বোধন প্রধানমন্ত্রীর
PM Narendra Modi: ২ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি লখনৌয়ের চৌধুরী চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি: ২ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি লখনৌয়ের চৌধুরী চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরের (CCSIA) ৩ নম্বর টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘরোয়া ও আন্তর্জাতিক, দুই ধরনের বিমান পরিষেবাই পাওয়া যাবে নতুন টার্মিনাল থেকে। এই মর্মে বিমানবন্দরের তরফে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে, তাতে জানানো হয়, ব্যস্ততম সময়ে প্রায় হাজারচারেক যাত্রীর যাতায়াতের ভার সামলাতে সমর্থ এটি। এর ফলে বছরে সব মিলিয়ে নিদেনপক্ষে ৮০ লক্ষ যাত্রীর যাতায়াতের ব্যবস্থা করা যাবে, আরও উঠে এসেছে ওই প্রেস রিলিজে।
বিশদ...
আপাতত যা জানা যাচ্ছে, তাতে নতুন টার্মিনালের 'ফেজ ওয়ান' দিয়েই বছরে ৮০ লক্ষ যাত্রীর যাতায়াতের ব্যবস্থা করা যাবে। বিশ্বমানের এই টার্মিনালে 'এলিভেটেড পাথওয়েজ'-র মতো পরিকাঠামো থাকছে। অ্যারাইভাল এবং ডিপারচার-র জন্য আলাদা পরিকাঠামো রয়েছে এতে। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, নতুন টার্মিনালের 'ফেজ টু'-র কাজ শেষ হলে বছরে ১ কোটি ৩০ লক্ষ যাত্রীর পরিবহণের ব্যবস্থা হবে। সব মিলিয়ে এলাহি পরিকাঠামো, ভার্চুয়ালি যেটির 'ফেজ ওয়ান' অংশের আজ, রবিবার, উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বক্তব্য...
এদিনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে 'আদানি পোর্টস অ্যান্ড স্পেশ্যাল ইকোনমিক জোন'-র ম্যানেজিং ডিরেক্টর, করণ আদানি বলেন, 'CCSIA-র জন্য আমাদের সুদূরপ্রসারী ভাবনা রয়েছে। মাস্টার প্ল্যান অনুযায়ী, ২০৪৭-৪৮ সালের মধ্যে এই বিমানবন্দরের যাত্রী পরিবহণের ক্ষমতা বার্ষিক ৩ কোটি ৮০ লক্ষে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। উত্তরপ্রদেশের অর্থনীতিকে ১ লক্ষ কোটি ডলারের লক্ষ্যে পৌঁছে দেওয়ার যে স্বপ্ন রয়েছে, তারই অংশ এটি। এখানে শুধু আমরা পরিকাঠামো তৈরি করছি না। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ১৩ হাজার চাকরির সুযোগও তৈরি করছি।' বিমানবন্দরের এই অত্যাধুনিক নতুন টার্মিনালে যাত্রীস্বাচ্ছন্দ্যের দিকে সম্পূর্ণ নজর দেওয়া হয়েছে। ৭২টি চেক-ইন কাউন্টার থাকছে এতে। রয়েছে ৬২টি অভিবাসন কাউন্টারও। এই নতুন পরিকাঠামো উদ্বোধনের ফলে যাত্রীদের কাছে বোর্ডিং গেটের সংখ্যা ৭ থেকে বেড়ে ১৩ হয়ে যাবে। 'ডিজিইয়াত্রা', 'সেল্ফ সার্ভিস কিয়স্ক'-র মতো প্রযুক্তিগত বিষয়গুলিরও ব্যবহার সহজতর হচ্ছে এখানে, দাবি প্রেস রিলিজে। পাশাপাশি উত্তরপ্রদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে নতুন টার্মিনালে দুরন্ত কিছু 'অডিও-ভিজ্যুয়াল' ব্যবস্থা করা হয়েছে বলে খবর। 'রামায়ণ', 'মহাভারত'-র গল্প বলে এমন গ্রাফিক্সেরও ব্যবস্থা করা হয়েছে বিশেষ কিছু জায়গায়। সব মিলিয়ে নতুন টার্মিনালটিই একটি অনন্য অভিজ্ঞতা, উঠে এসেছে বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্যে।
আরও পড়ুন:অরুণ গোয়েলের শূন্য পদে কে ? ১৫ মার্চের মধ্যেই নির্বাচন কমিশনার নিয়োগের সম্ভাবনা