Sougata Roy: রোহিতের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন সৌগতর, ম্যাচ জিততেই উল্টো সুরে প্রশংসায় সৌগত
ABP Ananda Live: রুদ্ধশ্বাস জয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে ৪ উইকেটে জয় রোহিত ব্রিগেডের। নিউজিল্যান্ডকে হারিয়ে ৪ উইকেটে জয়। ৮৩ বলে ৭৬ রান করেন রোহিত শর্মা, ৪৮ রান করেন শ্রেয়স। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫১ রান করে নিউজিল্যান্ড। ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ী ভারত। এনিয়ে ৩বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হল ভারত । ২৫ বছর পরে নিউজিল্যান্ড হারিয়ে বদলা নিল টিম ইন্ডিয়া। আর রোহিত ব্রিগেটের জয়ের পরে, ভারতের অধিনায়ককে নিয়ে কী বললেন সৌগত রায়?
তৃণমূল সাংসদ সৌগত রায়ের কথায়, 'আমি শেষ অবধি খেলাটা দেখলাম। প্রতিটা বল দেখলাম। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে খুব লড়াই করে ভারত জিতেছে। রোহিত শর্মা সম্পর্কে যেটা বলার, এর আগে পর পর এক একটা খেলায় ও ভাল খেলতে পারছিল না। রোহিত শর্মা যেহেতু ক্যাপ্টেন, আমার মনে হয়েছিল এই বিষয়টা বলা দরকার। ও ক্যাপ্টেন, ওর পারফর্ম করা উচিত। এর আগে একটা ম্যাচেও ও ওর জায়গাকে জাস্টিফাই করতে পারেনি। আজকে রোহিত শর্মা সেটা করেছে। তবে রোহিত শর্মা যদি সেঞ্চুরি করত, আমি আরও খুশি হতাম। তাহলে ভারতের জয়টা আরও সহজ হত। সেটা হয়নি কারণ উনি প্রলোভনে পা দিয়ে একটা বলে স্টাম্প আউট হলেন। কিন্তু ওঁর মধ্যে যে প্রচন্ড সম্ভাবনা রয়েছে আজকে তো উনি তা প্রমাণ করেছেন। এ জন্য আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ওঁকে অভিনন্দন। আমি সামান্য লোক, আমার কথায় হয়তো উনি বাড়তি উদ্যম পাননি। তবে আমার মনে হয়েছিল, যদি এটা ওঁকে সবাই মিলে বলা যায়, উনি ভাল খেলবেন। ভাল খেলেছেন, আনন্দের কথা। আমি যখন বলেছিলাম, তখন তো সত্যিই উনি ফেল করছিলেন। আগে বলেছি, এখন অভিনন্দন জানাচ্ছি।'


















