PM Narendra Modi: 'হিন্দুদের রক্ষা করুন', ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে বড় বার্তা মোদির
Modi to Muhammad Yunus: দুই দেশের শান্তি, সুরক্ষা ও উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত, জানিয়েছেন নরেন্দ্র মোদি
কলকাতা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে শপথ নেওয়ার পরেই মহম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারসঙ্গেই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করার ডাক দিলেন মোদি।
ফেসবুক ও X হ্যান্ডেলে মহম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি লিখেছেন, 'নতুন দায়িত্ব পাওয়ার মহম্মদ ইউনূসকে শুভেচ্ছা। আশা করি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে।' তারপরেই তিনি লিখেছেন, 'বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে আমরা আশা করছি।'
তাঁর বার্তা, 'দুই দেশের শান্তি, সুরক্ষা ও উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত', এক্স হ্যান্ডলে পোস্ট ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির।
My best wishes to Professor Muhammad Yunus on the assumption of his new responsibilities. We hope for an early return to normalcy, ensuring the safety and protection of Hindus and all other minority communities. India remains committed to working with Bangladesh to fulfill the…
— Narendra Modi (@narendramodi) August 8, 2024
বৃহস্পতিবার সন্ধেবেলায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস। এদিনই প্যারিস থেকে ঢাকায় ফিরেছেন তিনি। এদিনই শপথ নিয়েছেন তিনি। বাংলাদেশের সংবাদমাধ্য়ম প্রথম আলো সূত্রের খবর, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে মোট ১৬ জন রয়েছেন। যাঁর নেতৃত্ব দেবেন মহম্মদ ইউনূস। প্রথম আলো সূত্রের খবর, বাকিরা হলেন- সালেহউদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, এ এফ হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দ রিজওয়ানা হাসান, মহম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, খালিদ হাসান, নূর জাহান বেগম, শারমিন মুরশিদ, ফারুক আজম
বাংলাদেশে দীর্ঘদিন ধরেই চলছে অস্থিরতা। সংরক্ষণ বিরোধী আন্দোলন দিয়ে শুরু হলেও পরে তা হিংসাত্মক আকার নেয়। পুলিশ ও আন্দোলনকারী সংঘর্ষের কারণে বহু প্রাণহানি হয়েছে। সাধারণ পড়ুয়া, সাধারণ মানুষ যেমন মারা গিয়েছেন। তেমনই বহু পুলিশও খুন হয়েছেন। এরই মধ্যে ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে ভারতে চলে আসেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে উন্মত্ত আন্দোলনকারীরা। এরপর থেকেই বাংলাদেশের রাশ হাতে নেয় সেনা। কিন্তু তারপরেও লাগাতার বাংলাদেশে হিংসার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বাংলাদেশের সংখ্যালঘু এলাকায়- যেখানে মূলত হিন্দুদের বাস- সেখানে বারবার হামলা হয়েছে। উপাসনালয় ভাঙচুর করা হয়েছে, বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতের মালদায় এসে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সমর্থক দাবি করেছেন ওই দেশে আওয়ামী লীগ কর্মী-সমর্থক এবং সংখ্যালঘু ও আদিবাসীদের উপর অত্যাচার শুরু হয়েছে। এরই মধ্যে সংসদে বিদেশমন্ত্রী জানিয়েছিলেন যে বাংলাদেশের পরিস্থিতির উপর বিশেষ করে সেখানকার সংখ্যালঘুদের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তারপরে বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই শুভেচ্ছা জানিয়ে সেদেশের সংখ্যালঘুদের রক্ষা করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: চোরাচালান রোখায় অস্ত্র নিয়ে হামলা, পাল্টা গুলি চালিয়ে দুষ্কৃতী তাড়ালেন মহিলা BSF জওয়ান