এক্সপ্লোর
Advertisement
Sonia Gandhi: সনিয়া ৭৪, দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা ট্যুইট প্রধানমন্ত্রী, গডকরীর
প্রধানমন্ত্রী লিখেছেন, শ্রীমতী সনিয়া গাঁধীকে জন্মদিনের অভিনন্দন। ঈশ্বর তাঁকে দীর্ঘ জীবন, সু্স্বাস্থ্য দিন, প্রার্থনা করি।
নয়াদিল্লি: সনিয়া গাঁধীকে ট্যুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস অন্তর্বর্তী সভানেত্রীর বয়স বুধবার হল ৭৪ বছর। বেশ কিছুদিন ধরেই শরীর-স্বাস্থ্য ভাল যাচ্ছে না তাঁর। সম্প্রতি করোনা পরিস্থিতি ও রাজধানীর ক্রমবর্ধমান বায়ুদূষণের পরিপ্রেক্ষিতে তাঁকে কিছুদিন দিল্লির বাইরে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। সেইমতো তিনি গোয়া গিয়েছেন।
Birthday greetings to Smt. Sonia Gandhi Ji. May God bless her with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) December 9, 2020
প্রধানমন্ত্রী লিখেছেন, শ্রীমতী সনিয়া গাঁধীকে জন্মদিনের অভিনন্দন। ঈশ্বর তাঁকে দীর্ঘ জীবন, সু্স্বাস্থ্য দিন, প্রার্থনা করি। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিতিন গডকরীও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীজিকে জন্মদিনের অভিনন্দন জানাই। আপনি সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবনের অধিকারী হোন। দেশের বর্তমান কোভিড-১৯ সংক্রমণজনিত পরিস্থিতি মাথায় রেখে ও কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে চলতি কৃষক আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে এবছর সনিয়া জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছেন।
Birthday greetings to the President of the Indian National Congress party Smt. Sonia Gandhi Ji. May you be blessed with good health and long life.
— Nitin Gadkari (@nitin_gadkari) December 9, 2020
১৯৯৮ সালে কংগ্রেস সভানেত্রী পদে প্রথম বসেন সনিয়া। তিনিই সবচেয়ে বেশি সময় দলের শীর্ষপদে থেকেছেন।
কংগ্রেস পার্টি সূত্রে খবর, দলীয় সভানেত্রী যে করোনা সংক্রমণ পরিস্থিতি ও কৃষক আন্দোলনের ইস্যুতে জন্মদিনে কোনও আনন্দানুষ্ঠান, উত্সব করবেন না, সেটা সব রাজ্যের ইনচার্জ, রাজ্য় সভাপতিদেরও জানিয়ে দেওয়া হয়েছে। কেক কাটা সহ যাবতীয় আড়ম্বর যাতে বর্জন করা হয়, সেকথা জানিয়ে সব প্রদেশ সভাপতিদের চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছেন কংগ্রেস সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপাল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement