PoK Protests : 'নিজের লোকদেরই খতম করছে ডাইনি', পাকিস্তান সরকার ও সেনাকে নিশানা PoK-তেই
Pakistan News: পাকিস্তানি বাহিনী কমপক্ষে ১২ জন সাধারণ নাগরিককে হত্যা এবং ২০০ জনেরও বেশি মানুষকে আহত করেছে।

জ্বলছে পাক-অধিকৃত কাশ্মীর। এবার পাকিস্তান সরকার ও সেনাকে ডাইনির সঙ্গে তুলনা টানলেন আওয়ামি অ্যাকশন কমিটির সিনিয়র নেতা শওকত নওয়াজ মীর। 'নিজের লোকদেরই মেরে ফেলছে ডাইনি", এই ভাষাতে পাক সরকার ও সেনাকে নিশানা করেন তিনি। তিনি ঘোষণা করেন যে, তথাকথিত 'আজাদ কাশ্মীর' আদৌ স্বাধীন নয়। বরঞ্চ দশকের পর দশক ধরে শোষণ ও নিপীড়নের শৃঙ্খলে আবদ্ধ।
ইসলামাবাদ এবং রাওয়ালপিণ্ডিকে মীরের তীব্র আক্রমণ এমন এক সময়ে ঘটল যখন পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ তীব্রতর হচ্ছে, যেখানে নাগরিকরা ন্যায়বিচার, মৌলিক অধিকার এবং তাঁরা যাকে পদ্ধতিগত নিপীড়ন বলে বর্ণনা করছেন তার অবসানের দাবি জানাচ্ছেন। হাজার হাজার বিক্ষোভকারীর উদ্দেশে তিনি বলেন, "আমাদের সংগ্রাম কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং একটি সম্পূর্ণ ব্যবস্থার বিরুদ্ধে। এটা জনগণের সংগ্রাম, এটা আপনাদের সংগ্রাম, আর এটা আমাদের সকলের সংগ্রাম। একসঙ্গে, আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলব।
পাকিস্তানি বাহিনী কমপক্ষে ১২ জন সাধারণ নাগরিককে হত্যা এবং ২০০ জনেরও বেশি মানুষকে আহত করেছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের নাগরিক সমাজের অনির্দিষ্টকালের ধর্মঘট ও প্রতিবাদের তৃতীয় দিনে এই বিবৃতি। পাকিস্তানি রেঞ্জার্স এবং ইসলামাবাদ পুলিশের গুলিতে তিন পুলিশকর্মীও নিহত হয়েছেন। আরও নয়জন আহত হয়েছেন।
প্রসঙ্গত, কোনও আগ্রাসী পদক্ষেপ না নিয়েই একদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ ফিরে পাবে ভারত। দিনকয়েক আগে এমনই আত্মবিশ্বাস ধরা পড়েছিল ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের গলায়। কারণ, সেখানকার মানুষই বর্তমান প্রশাসন থেকে স্বাধীনতার দাবি করছেন। মরোক্কোয় অবস্থিত প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয়মন্ত্রী বলেছিলেন, "PoK নিজে থেকেই আমাদের হয়ে যাবে। PoK-তে দাবি উঠতে শুরু করেছে, আপনারা নিশ্চয়ই স্লোগান শুনেছেন।"
৫ বছর আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার অনুষ্ঠানে তিনি একই কথা বলেছিলেন বলে জানান রাজনাথ সিং। তিনি বলেন, "৫ বছর আগে কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনার অনুষ্ঠানে বক্তব্য রাখছিলাম। তখন আমি বলেছিলাম, আমাদের PoK-তে আক্রমণ চালানোর বা দখল করার কোনও দরকার নেই। এটা আমাদেরই। PoK নিজে থেকেই বলবে, আমি ভারত। সেই দিন আসবে।"
এই মুহূর্তে অশান্তির আগুনে জ্বলছে PoJK। এএসি নেতা অভিযোগ করেছেন যে, পাকিস্তানের শাসকরা অন্যদের উপর যে নৃশংসতার অভিযোগ আনে, তার জন্য তারাও দোষী।






















