চম্পাহাটিতে অভিযান পুলিশের, বাজেয়াপ্ত প্রায় ৬ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার ৩
কালীপুজোর মুখে এমন অভিযান আরও চালাবে বলে জানিয়েছে বারুইপুর থানার পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা: আসছে কালীপুজো। আর কালী পুজো মানেই আতসবাজির রোশনাই। জমে উঠতে শুরু করেছে বিভিন্ন বাজি বাজার।
অভিযোগ, পুলিশি নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখানে চলছে নিষিদ্ধ শব্দবাজির বেচাকেনা। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে আচমকা চম্পাহাটির বাজি বাজারে অভিযান চালায় বারুইপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে ১লক্ষ ২২ হাজার ৫০০ নিষিদ্ধ শব্দবাজি। যার বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা। বাজি বাজেয়াপ্তের পাশাপাশি গ্রেফতার ৩ ব্যবসায়ী।
এপ্রসঙ্গে বারুইপুরের এসডিপিও অভিষেক মজুমদার বলেন, আমরা এখানে নিয়মিত হানা দিই। গতকালও হানা-তল্লাশি চালানো হয়। ১ লক্ষ ২২ হাজার ৫০০ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছি। ৩ জনকে গ্রেফতার করেছি।
কালীপুজোর মুখে এমন অভিযান আরও চালাবে বলে জানিয়েছে বারুইপুর থানার পুলিশ।






















