এক্সপ্লোর
সুশান্তের মৃত্যু: আদিত্য চোপড়াকে জেরা করতে পারে পুলিশ
তাঁর বয়ানও নথিবদ্ধ করা হতে পারে।

মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানো শর্মাকে জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ। সূত্রের খবর, প্রয়োজন হলে যশরাজ ফিল্মসের মালিক আদিত্য চোপড়াকে তলব করতে পারেন তদন্তকারীরা। তাঁর বয়ানও নথিবদ্ধ করা হতে পারে। শানো শর্মা মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ ব্যক্তি। যশরাজ ফিল্মসেও তাঁর দাপট আছে। রণবীর সিংহ, অর্জুন কপূরকে তিনিই অভিনয়ের সুযোগ করেন দেন। সুশান্তের মৃত্যুর জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে আঙুল তুলেছেন তাঁর বাবা। অভিযোগ, আদিত্য চোপড়া, কর্ণ জোহর, একতা কপূর, সঞ্জয় লীলা বনশালীর মত প্রভাবশালীরা সুশান্তকে বলিউডে একঘরে করে দিয়েছিলেন। একের পর এক ছবি হিট করা সত্ত্বেও কাজ পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তাঁর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















