Assembly Election Exit Poll: ত্রিপুরা-নাগাল্যান্ডে ফের গেরুয়া-ঝড়, মেঘালয়ে কঠিন লড়াই; কী বলছে বুথ ফেরত সমীক্ষা?
Exit Poll 2023: মেঘালয় বাদে বাকি দুই রাজ্যে ফের উঠতে চলেছে গেরুয়া ঝড়। যদিও জনতা জনাদর্ন ভোট বাক্সে কী জবাব দিয়েছে, তা জানতে অপেক্ষা করতে হবে ২ তারিখ পর্যন্ত।
নয়া দিল্লি: ত্রিপুরা (Tripura)-নাগাল্যান্ড (Nagaland)-মেঘালয়ে (Meghalaya) শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election)। দেশের নজরে রয়েছে এই তিন রাজ্যের ফলাফলে। বুথ ফেরত সমীক্ষা (Exit Poll) থেকে জানা যাচ্ছে মেঘালয় বাদে বাকি দুই রাজ্যে ফের উঠতে চলেছে গেরুয়া ঝড়। যদিও জনতা জনার্দন ভোট বাক্সে কী জবাব দিয়েছে, তা জানতে অপেক্ষা করতে হবে ২ তারিখ পর্যন্ত।
১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন ছিল। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা ভোটে প্রায় ৮০ শতাংশের উপর ভোট পড়েছিল। প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল মোদি-শাহ-মানিকের বিজেপি এবং বাম-কংগ্রেস। যদিও ত্রিপুরার নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে ত্রিপুরার রাজবংশের সন্তান প্রদ্যোৎ দেববর্মার মাণিক্যের দল তিপ্রামোথাও। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৩৬ থেকে ৪৫ টি আসন জিতে নিতে পারে বিজেপি। বামেরা পেতে পারে ৬ থেকে ১১ টি আসন। মথা পার্টি পেতে পারে ৯-১৬ টি আসন। সমীক্ষা বলছে শহর এবং মফস্বল থেকেই বেশি ভোট পাবে গেরুয়া শিবির। দেখা যাচ্ছে, গতবারের তুলনায় অনেক বেশি বাঙালি ভোটার এবারে ভোটবাক্সে বিজেপির পক্ষই নিতে চলেছেন।
মেঘালয়ে অবশ্য সমীকরণ কিছুটা আলাদা। বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে ৬০ আসন বিশিষ্ট মেঘালয়ে পদ্ম ফোটার সম্ভাবনা কম। ন্যাশনাল পিপলস পার্টি(NPP) ম্যাজিক ফিগার পেয়ে যেতে পারে। বলা হয়েছে, এনপিপি পেতে পারে ১৮ থেকে ২৪টি আসন, কংগ্রেস- ১২টি, বিজেপি ৪-৮টি আসন পেতে পারে।
আরও পড়ুন, 'দেশে আগুন জ্বালাতে চান?' ঐতিহাসিক স্থানের নাম বদলের পিটিশন খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের
নাগাল্যান্ডে অবশ্য জয়ের হাসি হাসতে পারে বিজেপিই। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় ম্যাজিক ফিগার হল ৩১। এখানেওন্যাশনাল ডেমোক্র্যাটিক পিপলস পার্টি (NDPP) ও বিজেপি যৌথভাবে ম্যাজিক ফিগার পেরিয়ে সরকার গড়বে বলেই বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। এই রিপোর্ট অনুযায়ী, বিজেপি জোট পাবে ৩৮-৪৮টি আসন এনপিএফ পেতে পারে ৩-৮টি আসন, কংগ্রেস ১-২টি আসন এবং অন্যান্যরা ৫-১৫টি আসন পেতে পারে।