Rampurhat Fire: 'দু'একজন দুষ্টু গরু সব জায়গাতেই থাকে, সাবধানী হোন', বার্তা মমতার
Rampurhat Fire: বগটুইকাণ্ডের তদন্তভার ইতিমধ্যেই রাজ্যের কাছ থেকে নিয়ে সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
শিলিগুড়ি: তদন্ত যত এগোচ্ছে, ততই উঠে আসছে একের পর এক কাহিনী। বালি-পাথরের খাদান নিয়ে দ্বন্দ্ব, রেষারেষি, তোলাবাজি, উঠে আসছে নানা অভিযোগ। তাতে বগটুইকাণ্ড নিয়ে লাগাতার অস্বস্তি বেড়ে চলেছে শাসকদল তৃণমূলের (TMC)। লাগাতার তাদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে বিরোধীরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়, “দু’-এক জন দুষ্টু গরু সব জায়গাতেই থাকে। সবাইকে বলব, কোনও গন্ডগোলে জড়াবেন না।”
রবিবার শিলিগুড়ি থেকে বীরভূমের (Birbhum Violence) রামপুরহাটের (Rampurhat Fire) বগটুই অগ্নিকাণ্ড নিয়ে মুখ খোলেন মমতা। সেখানে তিনি বলেন, “বাংলা সবচেয়ে শান্তির জায়গা। সেখানে এখন দিল্লি থেকে মিডিয়া চলে এসেছে। বাংলা খুব খারাপ, এমন দেখানোই উদ্দেশ্য তাদের। কারণ ওরা জানে, বিজেপি-র বিরুদ্ধে মমতাই লড়তে পারে। তাই তাকে আঘাত কর।“
সিবিআই তদন্তে রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছে তৃণমূল
বগটুইকাণ্ডের তদন্তভার ইতিমধ্যেই রাজ্যের কাছ থেকে নিয়ে সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফে সবরকম পদক্ষেপ করা সত্ত্বেও সিবিআই ডেকে আনার পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে দাবি তৃণমূলের। মমতার কথায়, “আজ যদি পাড়ায় দু’টি ক্লাবের গন্ডগোল হল, সিবিআই চাই। কোনও ব্যাপারই ক্ষমা করি না। যাঁরা বাংলার নামে বদনাম করছেন, তাঁরা মনে রাখবেন, আগামীদিনে এর ফয়সালা মানুষ করবেন। ঘটনা ঘটে গেলে অ্যাকশন নেওয়াটা আমার কাজ। সেটা করছি কিনা, দেখতে হবে। বাংলায় যা সামাজিক কর্মসূচি আছে, বিশ্বের কোথাও নেই। তবে দু'-একজন দুষ্টু গরু সবজায়গাতেই থাকে। সবাইকে বলব, কেউ কোনও গন্ডগোলে জড়াবেন না।”
আরও পড়ুন: Adhir Chowdhury : "দিদির মাথায় অক্সিজেন সাপ্লাই বাড়ানো দরকার", মমতাকে কটাক্ষ অধীরের
বগটুইকাণ্ডে প্রথম দিকে পুলিশের তরফে ভুল ছিল বলে শিলিগুড়িতে দাঁড়িয়ে মেনে নেন মমতা। কিন্তু পুলিশ নয়, সিবিআই এলেই সঠিক তদন্ত হবে, এমন দাবি খারিজ করে দেন মমতা। বলেন, “দুর্গাপুজোয় পাহারা দেবে কে, পুলিশ। কোভিড হলে জীবন দিয়ে কাজ করেছে কে? পুলিশ।আর একটা কোনও ঘটনা ঘটলেও যদি একজনের দোষ হয়, তাহলে গোটা পুলিশবাহিনীকে খারাপ বলছেন। যদি কাল পুলিশ পাহারা না দেয়, তাহলে কি দিল্লির পুলিশ আসবে পাহারা দিতে!”
মৃতদেহ নিয়ে রাজনীতি, দাবি মমতার
গোটা ঘটনায় বিরোধীদেরও তীব্র সমালোচনা করেন মমতা। বলেন, “তিনদিন আগে ১০ জন পুড়ে মারা গেল। কেউ সাপোর্ট করতে পারে না। ছ’দিন আগে ৪টি বডি এল কেরালা থেকে। একবারও তো বললেন না, কী সিপিএমের নেতারা? কী কংগ্রেসের নেতারা? আপনাদের রাজ্য থেকে বডি আসছে। কী বিজেপি, মুর্শিদাবাদে কাশ্মীর থেকে দেহ এসেছে।” উল্লেখ্য, রবিবার থেকে বগটুইকাণ্ডে বয়ান রেকর্ড করতে শুরু করেছে সিবিআই।