BSF Udayan Guha: 'সীমান্তের মানুষ বিএসএফ-এর ব্যবহার জানে', নিজের মন্তব্যে 'অনড়' উদয়ন
তিনি ফের বলেন, "নিজেদের ভুল, অন্যায় কেউ স্বীকার করে না। ওরাও স্বীকার করেনি।
কলকাতা: বিধানসভায় উদয়ন গুহ (Udayan Guha) অভিযোগ করেন সীমান্ত তল্লাশির নামে মহিলাদের হেনস্থা করে বিএসএফ (BSF)। এপ্রসঙ্গে তৃণমূল (TMC) বিধায়ক উদয়ন গুহ বলেছিলেন, "নিজেদের অন্যায় কেউ স্বীকার করে না। কাঁটাতারের বেড়ার এপার ওপারের মানুষ জানেন বিএসএফের কী ব্যবহার। এনিয়ে বিতর্ক করে লাভ নেই। আমি আমার কথা থেকে একটুও সরছি না কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি।" যদিও এরপরই তীব্র বিরোধিতা করেছিল বিএসএফ। তবে ফের নিজের মন্তব্যে অনড় রইলেন উদয়ন গুহ।
এদিন তিনি ফের বলেন, "নিজেদের ভুল, অন্যায় কেউ স্বীকার করে না। ওরাও স্বীকার করেনি। কিন্তু কাটাতারের বেড়ার এপার-ওপারের যারা লোক। বিএসএফ-এর কাছে যাঁদের যেতে হয়, তাঁরা জানেন বিএসএফ-এর কেমন ব্যবহার, সীমান্তের লোকেরা তা জানেন। শুধু বিতরক বাড়িয়ে তো লাভ নেই। বিধানসভায় কাল যা বলার বলেছি। আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরছি না। যা বলছি নিজের অভিজ্ঞতা থেকে।"
আরও পড়ুন, 'আমিও একটা সময় গ্রামে গিয়ে ইট পেতেছি', প্রশাসনিক সভায় বললেন মমতার
সম্প্রতি দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, 'যদি গুলি চালানোর প্রয়োজন হয়, তাহলে তা কেন কোমরের উপরে উঠল? মাথায় গুলি লেগে প্রকাশ বর্মনের কেন মৃত্যু হল? আমরা প্রথম থেকে বলে এসেছি, বিএসএফ এর মদত ছাড়া, কোনও অবস্থাতেই গরু পাচার-সহ অন্য কিছু পাচার করা সম্ভব নয়, বিএসএফ যদি মদত না দেয়। কাটা তারের বেড়ার ৫০০ গজ পর পর একটা করে গেট থাকে, সেই গেট দিনে তিন বার খোলা হয়। বিএসএফের মর্জি মত হয়। অন্তঃসত্ত্বা মহিলার চিৎকারে এলাকা খানখান হয়, তবু বিএসএফ গেট খোলে না। গেট খোলে না, কাটা তারের বেড়া, স্টিলের ব্লেড দেওয়া কাটা তার, সেখানে কি ভাবে বিএসএফের মদত ছাড়া গরু পাচার?'
এদিন সাংবাদিক বৈঠকে বিএসএফ-এর এডিজি ওয়াই বি খুরানিয়া আরও বলেন ‘দুর্ভাগ্যজনক অভিযোগ। আমাদের চারহাজার কর্মরত মহিলা জওয়ান (Jawan) আছেন। তবে এ ধরনের অভিযোগ এলে তদন্ত করে দেখা হবে।’ গতকাল বিধানসভায় উদয়ন গুহ (Udayan Guha) অভিযোগ করেন সীমান্ত তল্লাশির নামে মহিলাদের হেনস্থা করে বিএসএফ (BSF)। সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরেই সাংবাদিক বৈঠকে একথা জানালেন, এডিজি বিএসএফ ওয়াই বি খুরানিয়া (Y B Khurania bsf)