Mamata Banerjee: 'আমিও একটা সময় গ্রামে গিয়ে ইট পেতেছি', প্রশাসনিক সভায় বললেন মমতার
Mamata Banerjee administrative meeting: প্রশাসনিক সভায় এবার উপস্থিত বিধায়ক, কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) মধ্যমগ্রামের প্রশাসনিক সভায় এবার উপস্থিত বিধায়ক, কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরসভাগুলির কাজেও এদিন অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পুরভোটের আগে প্রতি পুরসভায় পর্যবেক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকেই বারাসত-হাবড়ার এক নেতাঁকে তিনি বলেন, "একসময় গ্রামে গ্রামে গিয়ে আমিও ইট পেতেছি।"
বিভিন্ন পুরসভার কাউন্সিলরদের কাজে ক্ষোভ প্রকাশ করে মমতা এদিন বলেন, 'অনেক অভিযোগ রয়েছে। রাস্তাঘাট, জল, লাইটের কাজ করুন।' ব্যারাকপুর, কামারহাটি, খড়দহ, দমদম পুরভার প্রধানদের থেকে কাজের খতিয়ানও নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন ঠিক কী বলেছেন মমতা?
"আমায় ৫০ হাজার কোটি টাকা শোধ করতে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে হচ্ছে। সব কিছু বলে ফেললাম মিটিংয়ে। কারণ এটা পাবলিক দেখছে, ক্রেডিট নেওয়ার জন্য এটা করবেন না। বরং নিজে কিছু কাজ করতে শিখুন। নিজেরা লোক নিয়ে পরিষ্কার করুন। আমিও এক সময় গ্রামে গিয়ে ইট পেতেছি। পয়সা ছিল না। গ্রাম গিয়ে ইট পেতেছি। একটা মাটির রাস্তাকে ইটের রাস্তা করেছি। তাই আগে নিজেরা চেষ্টা করুন।"
সূত্রের খবর, বুধবার উত্তর চব্বিশ পরগণার বিভিন্ন প্রকল্পের বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী৷ তখনই চাকলা এবং কচুয়ায় লোকনাথ মন্দিরের কাজ নিয়ে খোঁজ খবর নেন তিনি৷ তাঁকে জানানো হয়, কাজ এগোচ্ছে ধীর গতিতে৷ এতেই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়৷।
এদিনের বৈঠকে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগও জানান। যদিও সেই কাজ হয়ে যাবেই বলে পরিচালককে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়।