Congress: 'দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছে কংগ্রেস', ১৩৭ তম প্রতিষ্ঠা দিবসে টুইট রাহুলের
Congress Foundation Day: তবে সনিয়া গান্ধীর পতাকা উত্তোলনের সময় বিপত্তি ঘটে। পড়ে যায় পতাকা।
নয়া দিল্লি: কংগ্রেসের ১৩৭তম প্রতিষ্ঠা দিবসে এআইসিসি দফতরে দলের পতাকা উত্তোলেন করলেন অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধী। এই বিশেষ দিনে রাহুল গান্ধী ট্যুইটারে লেখেন, দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছে এই দল। তাঁরা এর জন্য গর্বিত বলে জানিয়েছেন রাহুল। তবে সনিয়া গান্ধীর পতাকা উত্তোলনের সময় বিপত্তি ঘটে। পড়ে যায় পতাকা। তারপর ফের পতাকা ঠিক করে উত্তোলন করা হয়।
কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দেশে বিভাজন ও বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে সরব হন সনিয়া। পাশাপাশি তিনি জানান, নির্বাচনে ওঠাপড়া আছেই। কিন্তু কংগ্রেস শুরু থেকেই বৈচিত্রপূর্ণ এই দেশের মানুষের সেবায় নিয়োজিত।
আরও পড়ুন, জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আরও দু’টি ভ্যাকসিন, একটি ওষুধে ছাড়পত্র কেন্দ্রের
এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের বার্তা দেন সনিয়া গান্ধী। টুইটারে ভিডিও বার্তায় তিনি দলীয় আদর্শ মেনে চলার উপদেশ দেন তিনি। কংগ্রেস সভানেত্রী বলেন, আজ আমরা ফের একবার দলের আদর্শ, মূল্যবোধ এবং নীতির প্রতি নিজেদের নিয়োজিত করছি। যে সমস্ত মহান, আদর্শবান এবং নীতিপরায়ণ মানুষরা রয়েছে তাঁদের দেখানো পথে আমরা চলব।
এদিন পতাকা উত্তোলনের সময় বিপত্তি হয়। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, পতাকা উত্তোলনের সময় সোনিয়া দড়ি ধরে টান দিতেই পতাকা খুলে তাঁর হাতে এসে পড়ে।এদিন দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেসের সদর দফতরে এদিন দলীয় পতাকা উত্তোলন করছিলেন সোনিয়া। সেইসময় পতাকা পড়ে যায়। তবে সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং কোষাধ্যক্ষ পবন বনসল পতাকা হাতে ধরে প্রদর্শন করেন।