Corona Vaccination: 'মাত্র ২১ শতাংশের ডোজ সম্পূর্ণ হয়েছে, বিভ্রান্ত করছেন মোদি', জানাল কংগ্রেস
কেন্দ্রের নিন্দা করেই শতাব্দী প্রাচীন এই দলের তরফে বলা হয়েছে দেশের মাত্র ২১ শতাংশ মানুষের টিকা ডোজ (প্রথম ও দ্বিতীয়) সম্পূর্ণ হয়েছে।
নয়া দিল্লি: বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে জানান হয়েছে দেশে এখনও পর্যন্ত ১০০ কোটির বেশি টিকাকরণ হয়েছে। প্রচারের পাশাপাশি দেশজুড়ে উদযাপন এবং এই উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও বিজেপির এই প্রচার 'বিভ্রান্তিকর', এমনই দাবি করল কংগ্রেস। কেন্দ্রের নিন্দা করেই শতাব্দী প্রাচীন এই দলের তরফে বলা হয়েছে দেশের মাত্র ২১ শতাংশ মানুষের টিকা ডোজ (প্রথম ও দ্বিতীয়) সম্পূর্ণ হয়েছে।
শুধু তাই নয়, এ বছরের শেষের মধ্যে কীভাবে দেশের সমস্ত প্রাপ্তবয়স্কদের টিকাডোজ সম্পূর্ণ করতে পারে সে বিষয়ে মোদি সরকারের কাছে পরিকল্পনা চেয়ে পূর্ব প্রতিশ্রুতিও স্মরণ করিয়ে দিয়েছে কংগ্রেস। মোদী সরকারকে কটাক্ষ করে কংগ্রেসের জাতীয় মুখপাত্র গৌরব বল্লভ বলেন, এই দেশে কিছুই বিনামূল্যে নেই। এটি করদাতাদের টাকা। করদাতাদের অর্থ শুধুমাত্র করদাতাদের জন্য ব্যয় করা হচ্ছে। সেজন্যই এটি বিনামূল্যে নয়। যদি বিজেপি নির্বাচনী বন্ড থেকে যে অর্থ পেয়েছিল তা দিয়ে বিনামূল্যে টিকা দিত তখন তা বিনামূল্য একথা বলা যেতে পারত।"
তিনি এও বলেন, "মোদি সরকার ৩৩ লক্ষ কোটি টাকা কর সংগ্রহ করেছে পেট্রোল-ডিজেল থেকে। এর মাত্র ২ শতাংশ অর্থাৎ ৩৫ কোটি টিকাকরণে খরচ হয়েছে। এক্ষেত্রে তাই টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকা উচিত নয়।" কংগ্রেসের তরফে গৌরব বল্লব এও বলেন, ভারত প্রথম দেশ নয় যারা ১০০ কোটি টিকাকরণের মাইলফলক অর্জন করেছে।
নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করে তিনি বলেন, "ভারত ১০০ কোটির বেশি টিকা অর্জনের প্রথম দেশ বলে যে দাবি করছে তা "মিথ্যা"। কারণ সেপ্টেম্বরে চিন ২১৬ কোটি ডোজ টিকা দিয়ে দিয়েছে। আসল কথা হল আমাদের দেশের জনসংখ্যার ৫০ শতাংশও ভ্যাকসিনের একটি ডোজ পায়নি। তাই, এটা কি উদযাপনের সময় হওয়া উচিত?"