Ghulam Nabi Azad: লোকসভা ভোটে ৩০০ আসনও পাবে না কংগ্রেস, গুলাম নবীর মন্তব্যে অস্বস্তিতে দল
Congress Ghulam Nabi Azad Remarks: বর্ষীয়ান নেতা গুলাম নবী আজাদ বলেছেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৩০০ আসন পেতে পারে বলে আমার অন্তত মনে হচ্ছে না।’
নয়া দিল্লি: কংগ্রেসে (Congress) ফের বাড়ল অস্বস্তি। শতাব্দী প্রাচীন দলের বর্ষীয়ান নেতা গুলাম নবী আজাদ (Ghulam Nabi Azad) বলেছেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৩০০ আসন পেতে পারে বলে আমার অন্তত মনে হচ্ছে না।’ জম্মু–কাশ্মীর (Jammu and Kashmir) থেকে ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গে এই মন্তব্য করে যদিও বিতর্কই বাড়িয়েছেন এই নেতা।
গুলাম নবী আজাদের মতে, ‘বিষয়টি যদিও এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। একমাত্র সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকারই বিষয়টির সমাধান করতে পারে। তবে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারই ৩৭০ ধারা বাতিল করেছে। তাই এটির পুনরুদ্ধার তাঁরা করবেন না।’সম্প্রতি পুঞ্চের কৃষ্ণঘাঁটি এলাকায় একটি সমাবেশে এমনই মন্তব্য করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।
জন্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদের এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশে। একজন পোড় খাওয়া রাজনীতিকের এমন মন্তব্য নিয়ে রাজনৈতিক নানা মতও উঠে আসছে। সম্প্রতি একাধিক জায়গায় কংগ্রেসের নেতাদের ক্ষোভ ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে।
কাশ্মীরের পুঞ্চে কংগ্রেসে সভাতেই প্রকাশ্যে তিনি বলেছেন আসন্ন লোকসভা ভোটে। অর্থাৎ ২০২৪-র লোকসভা ভোটে ৩০০টি আসনও পাবে কিনা সন্দেহ। এই সপ্তাহের শুরুর দিকে তিনি রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করেছিলেন যে তারা এমন একটি পরিবেশ তৈরি করুন যাতে রাজ্য এবং জনগণ নির্বাচনে বিশ্বাস করতে শুরু করে এবং রাজনৈতিক প্রক্রিয়া চালানো যেতে পারে।