WB Election 2021 LIVE Updates: রামমন্দির করলে ভারতবর্ষের মানুষের খিদে মিটবে? বাগনানের সভা থেকে বিজেপিকে আক্রমণ ফিরহাদ হাকিমের, পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের
West Bengal Election 2021 Live Updates: বিজেপির কটাক্ষ, দেখানোর জন্য দুয়ারে সরকার, বাস্তবে মানুষের কাছ থেকে দূরে সরে গেছে সরকার।
LIVE
Background
কলকাতা: ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী বুধবার দুদিনের সফরে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর আগে শুক্রবার নির্বাচন কমিশন প্রকাশিত করেছে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা। এই নিয়ে রাজ্যজুড়ে জল্পনার মধ্যেই ভোটের প্রস্তুতি নিয়ে চূড়ান্ত তৎপরতা নির্বাচন কমিশনের।
নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যে এবার বাড়তি ভোটার ২০ লক্ষের বেশি। ভোটার তালিকা অনুযায়ী, রাজ্যে এবার ভোটার সংখ্যা বাড়ল ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩। বিভিন্ন কারণে তালিকা থেকে বাদ গেছে ৫ লক্ষ ৯৩ হাজার ৯২১ জন ভোটারের নাম। রাজ্যে মহিলা ভোটার ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪ জন। পুরুষ ভোটার ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬।
সবমিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০। নতুন ভোটারের সংখ্যা ১.১৪ থেকে বেড়ে হয়েছে ২.৬৮ শতাংশ।
উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন রাজ্য সফর সেরে বৃহস্পতিবারই দিল্লি ফিরেছেন। আর আগামী বুধবারই মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে ১১ সদস্যের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে। তবে ২০০১ সালের পর এই প্রথম দুদিনের সফরে রাজ্যে আসছে ফুল বেঞ্চ।
নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে আসার পর ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক হবে ফুল বেঞ্চের সদস্যদের। পাশাপাশি, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, প্রশাসনিক আধিকারিক ও সমস্ত জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের সঙ্গেও ফুল বেঞ্চের সদস্যদের বৈঠক হবে।
নির্বাচনী আধিকারিকদের জন্য রক্ষাকবচেরও ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব, কেন্দ্রের ক্যাবিনেট সেক্রেটারিকে পাঠানো নির্দেশিকায় নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী আধিকারিকরা বিশেষ সুরক্ষা পাবেন। পদে থাকাকালীন বা পদের মেয়াদ শেষের ১ বছর পর পর্যন্ত ওই আধিকারিকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিতে গেলে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে।