Mamata Banejee: 'কংগ্রেস ছাড়া বিজেপি-বিরোধী জোট সম্ভব নয়', মমতা-শরদ বৈঠকের আগে মন্তব্য নবাবের
Mamata Banerjee Meeting in Mumbai: তৃণমূল সুপ্রিমোর এই সফরের নেপথ্যে অবশ্য একটি গভীর রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করছে।
মুম্বই: মঙ্গলবারই দু'দিনের সফরে মুম্বই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প সম্মেলনে উপস্থিতির কথা রয়েছে তাঁর। তৃণমূল সুপ্রিমোর এই সফরের নেপথ্যে অবশ্য একটি গভীর রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করছে।
শরদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য এনসিপি নেতা নবাব মালিকের। তিনি বলেন, "কংগ্রেস ছাড়া বিজেপি-বিরোধী জোট সম্ভব নয়।" নবাব মালিক বলেন, "মেঘালয়ে কয়েকজন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল গোয়াতেও গিয়েছে। সব রাজনৈতিক দলেরই সংগঠন বিস্তারের অধিকার রয়েছে। তবে আমরা মনে করি, কংগ্রেসকে বাইরে রেখে বিজেপি-বিরোধী কোনও জোট সম্ভব নয়।"
আরও পড়ুন, "বিজেপিকে হারাতে মমতাই সবচেয়ে বিশ্বাসযোগ্য মুখ", ওয়ার্কিং কমিটির বৈঠকে বার্তা তৃণমূলের
এনসিপি নেতার মতে, "আমাদের নেতা শরদ পাওয়ার একাধিকবার এই কথা বলেছেন। ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্য গড়ে তুলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তবে তাঁর মুম্বই সফর চলাকালীন এই মন্তব্য করে বিরোধী জোট নিয়ে বিতর্ক উসকে দিলেন এনসিপি নেতা নবাব মালিক।" লোকসভা ভোটকে পাখির চোখ করে বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী আঞ্চলিক শক্তিগুলিকে একজোট করার বিষয়ে চেষ্টা করছেন মমতা, এমনটাই মনে করা হচ্ছে।
এদিকে, এবার দিল্লি সফরে গিয়েও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন না তৃণমূল সুপ্রিমো। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল। জাতীয় স্তরে নিজেদের বিস্তারলাভ করাতে চাইলেও কেন কংগ্রেসকে বিরোধী জোটে রাখতে চাইছে না তৃণমূল? তা নিয়ে প্রশ্ন উঠছে।
এর আগে মমতা জানিয়েছিলেন, "আমরা কেন দিল্লি এসে প্রতিবার সোনিয়ার সঙ্গে দেখা করব?" সাংবাদিকদের তিনি এও বলেন, "এবার শুধু প্রধানমন্ত্রীর কাছেই সময় চেয়েছিলাম। কংগ্রেসের নেতারা এখন পাঞ্জাবের নির্বাচন নিয়ে ব্যস্ত৷ আর সবসময় আমরা সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করব? এটা তো সাংবিধানিকভাবে বাধ্যতামূলক নয়।"