Paresh Rawal Controversy: বাঙালি-বিদ্বেষী মন্তব্যে এফআইআরে হাজিরার নোটিস, চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে পরেশ রাওয়াল
Actor Politician Paresh Rawal Controversy: বিতর্কিত এই মন্তব্যের জেরে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদের জেরে ক্ষমা চাইতে বাধ্য হন পরেশ রাওয়াল
কলকাতা: বাঙালি-বিদ্বেষী মন্তব্যের জেরে এফআইআর করা হয়েছিল অভিনেতার বিরুদ্ধে। আর সেই মর্মেই হাজিরার নোটিস দেওয়া হয়েছে তাঁকে। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে গেলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। মহম্মদ সেলিমের করা এফআইআরের ভিত্তিতে তালতলা থানা থেকে নোটিস পাঠানো হয়েছে অভিনেতাকে।
বিজেপি নেতা-অভিনেতাকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হাজিরার নোটিস পাঠানো হয়েছে। আর, তালতলা থানার নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পরেশ রাওয়াল। ডিসেম্বরে গুজরাত ভোটের প্রচারে একটি মন্তব্য করেছিলেন পরেশ রাওয়াল। তিনি বলেছিলেন, 'রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমলে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?'
আরও পড়ুন: Uorfi Javed: 'এমন কোনও জিনিস আছে, যা দিয়ে পোশাক বানাননি?' উত্তরে উরফি বললেন...
বিতর্কিত এই মন্তব্যের জেরে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদের জেরে ক্ষমা চাইতে বাধ্য হন পরেশ রাওয়াল। কিন্তু এখানেই শেষ নয়, অভিনেতার এই মন্তব্যের বিরুদ্ধে তাঁর নামে দায়ের করা হয়েছিল এফআইআর। এবার সেই মামলার ভিত্তিতেই হাজিরার নোটিস দেওয়া হয়েছে অভিনেতাকে। সিআরপিসির ৪১এ ধারায় এফআইআর রুজু করা হয়েছিল অভিনেতার বিরুদ্ধে।
তবে এই প্রথম নয়, এর আগেও অভিনেতাকে হাজিরার নোটিস পাঠিয়েছিল কলকাতা পুলিশ। কিন্তু সেইসময়ে ই-মেল মারফত অভিনেতা জানান, শ্যুটিংয়ে ব্যস্ত থাকার কারণে এখনই হাজির হতে পারবেন না তিনি। এরপর এই মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।
বিতর্কিত মন্তব্য করার পরে ট্যুইটারে পরেশ রাওয়াল লিখেছিলেন, 'অবশ্যই মাছ নিয়ে আলাদা করে বলা ঠিক হয়নি। গুজরাতের মানুষও মাছ খান। বাঙালি বলতে আমি কী বুঝিয়েছি, সেটা স্পষ্ট করি এ বার। আমি শুধু বেআইনি ভাবে থাকা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের কথাই বলতে চেয়েছি। কারও অনুভূতিতে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। ক্ষমা চেয়ে নিচ্ছি।'