Agartala : আগরতলা কর্পোরেশনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি, কেমন ফল তৃণমূলের ?
Tripura Municipal Election 2021 : আগরতলার ১ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী মিত্রারানি দাস। ১৮ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী অভিষেক দত্ত। ৬৫৪ ভোটে নিকটতম তৃণমূল প্রার্থীকে হারিয়েছেন অভিষেক
আগরতলা : আগরতলা পুরসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। ঘোষিত ২৬টি ওয়ার্ডের মধ্যে ২৬টিতেই জয়ী গেরুয়া শিবির। বামেদের থেকে আগরতলা দখল বিজেপির। আগরতলায় ১৩টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে তৃণমূল। ১২টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বামেরাও। প্রথমবার ভোটে অংশ নিয়েই বামেদের সঙ্গে টক্কর তৃণমূলের।
এখনও পর্যন্ত কে কোথায় জয়ী দেখে নেওয়া যাক...
- আগরতলার ১ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী মিত্রারানি দাস।
- ২ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী শর্মিষ্ঠা বর্ধন।
- ১৮ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী অভিষেক দত্ত। ৬৫৪ ভোটে নিকটতম তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়েছেন অভিষেক।
- ১৯ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী ভাস্বতী দেববর্মা।
- ২০ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী রত্না দত্ত।
- ২১ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী অলোক ভট্টাচার্য।
- ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী মণিমুক্তা দাস
- এছাড়া সাব্রুম নগর পঞ্চায়েতে ৯টি আসনের ৯টিতেই জয়ী বিজেপি।
- আমবাসা পুর পরিষদে ১৫টি আসনের মধ্যে ১২টিতে জয়ী বিজেপি। ১টি আসনে জয়ী তৃণমূল।
- আমবাসা পুর পরিষদে ১টি আসন পেয়েছে বামেরাও।
- বিলোনিয়া পুর পরিষদের ১৭টি আসনের মধ্যে ১৬টিতে জয়ী বিজেপি।
- খোয়াই পুর পরিষদে ১৫টি আসনের সব কটিতেই জয়ী বিজেপি।
এদিকে ইতিমধ্যেই আগরতলায় গণনাস্থলে দেখা গেছে বিজেপির উচ্ছ্বাস। বিজেপির (BJP) জয়ী প্রার্থীদের নিয়ে এজেন্টরা আসছেন এই রাস্তা ধরে। বাজি পটকা থেকে শুরু করে আবির খেলা এবং নাচে মেতেছেন তাঁরা।
এদিকে গেরুয়া শিবিরের সাফল্যে ট্যুইটারে ত্রিপুরার মানুষকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি লিখেছেন, 'এই বিপুল জয়ের জন্য় ত্রিপুরা বিজেপিকে (BJP) অভিনন্দন। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও (Biplab Deb) আন্তরিক অভিনন্দন। আগরতলা (Agartala) কর্পোরেশন ও অন্যান্য় নগর পঞ্চায়েত, পুরসভার বিপুল জয়। বাংলার দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট তোলামূল পার্টিকে মুছে দেওয়ার জন্য অভিনন্দন।'