Recruitment Scam:ফের কড়া প্রশ্নের মুখে ED। আপনাদের সাজা ঘোষণার হার কত? প্রশ্ন বিচারপতি সূর্যকান্তর
ABP Ananda Live: সুপ্রিম কোর্টে ফের কড়া প্রশ্নের মুখে ইডি। আপনাদের সাজা ঘোষণার হার কত? প্রশ্ন বিচারপতি সূর্যকান্তর । সাজা ঘোষণার হার অত্যন্ত খারাপ, ৬০ থেকে ৭০ শতাংশ হলেও বোঝা যেত, মন্তব্য বিচারপতির। এই মামলায় ১০০ শতাংশ সাজা ঘোষণা হবে, সওয়াল ইডি-র। পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে কি অসুবিধা হবে ? - প্রশ্ন বিচারপতির। কে এই অর্পিতা? শুধু তাঁর বয়ান দিয়ে হবে না, অন্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখতে হবে, মন্তব্য বিচারপতির। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন, প্রভাব ছিল, ঘুষের টাকা কেউ নিজের বাড়িতে রাখে না, মন্তব্য বিচারপতির। পার্থ চট্টোপাধ্যায় আড়াই বছর জেলে আছেন, বিচারপ্রক্রিয়া এখনও শুরু হয়নি, সওয়াল প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী মুকুল রোহতগির । এই মামলায় সর্বোচ্চ সাজার মেয়াদ সাত বছর, মেয়াদের তিন ভাগের এক ভাগ আমি আছি। পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়ার যোগ্য, সওয়াল আইনজীবী মুকুল রোহতগির। 'যাঁর বাড়ি থেকে টাকা পাওয়া গিয়েছিল সেই অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছেন'। 'প্রাথমিক পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য এবং তার ছেলে জামিন পেয়েছেন' আদালতে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি, শুনানিতে হাজির থাকতে হবে সিবিআই কে।