WB election 2021 জয়াজিকে স্বাগত, আমার বিরুদ্ধে কিছু বলবেন না, মিলিয়ে নেবেন : বাবুল
টালিগঞ্জে অরূপ বিশ্বাসের সমর্থনে জয়ার রোড শো নিয়ে খোঁচা দিতে ছাড়েননি বাবুল সুপ্রিয়।
কলকাতা : ‘বিজেপির বিরুদ্ধে বলবেন, কিন্তু আমার বিরুদ্ধে উনি কখনই কিছু বলবেন না।‘ জয়া বচ্চনের সম্পর্কে এমনই মন্তব্য করলেন বাবুল সুপ্রিয়।
সোমবার বঙ্গে পা রেখে সমাজবাদী পার্টির সাংসদ মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। বিকেলের দিকে তিনি তৃণমূল কংগ্রেসের টালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শোও করেন। সেই বিধানসভা কেন্দ্রেই বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়। জয়া বচ্চনের বঙ্গে আগমন প্রসঙ্গে জানতে চাওয়া হলে বাবুল বলেন, ‘পশ্চিমবঙ্গে ওঁকে (জয়া বচ্চন) স্বাগত জানাই। উনি আমাকে খুব ভালো করেই চেনেই। বিজেপির বিরুদ্ধে উনি মুখ খুলতে পারেন, তবে কখনই আমার বিরুদ্ধে মুখ খুলবেন না।’ তিনি জোড়েন, ‘সমাজবাদী পার্টি বিজেপির সঙ্গে নেই, তাই ওঁর দলের প্রতিনিধি হিসেবে এসে যে বিজেপির বিরুদ্ধে কথা বলবেন, সেটাই তো স্বাভাবিক।’
বিকেলে অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো করেন। জয়া বচ্চন। যা নিয়ে অবশ্য খোঁচা দিতে ছাড়েননি বাবুল সুপ্রিয়। তাঁর কথায়, ‘অমিতজি ও উনি যখনই আসেন দেখেন বিমানবন্দরে অরূপবাবু ফুল-মিষ্টি নিয়ে স্বাগত জানান। উনি যে টালিগঞ্জ এলাকার বাহুবলী, কাটমানি নিয়ে সব কাজ করেন, সেই তথ্য ওনার কাছে থাকলে জয়াজি যেরকম সোজাসাপ্টা মানুষ তাতে কখনই ওঁর হয়ে প্রচারে আসতেন না।’
সোমবার তৃণমূল ভবনে বসে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুখ খোলেন জয়া বচ্চন। তিনি বলেন একনায়কতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্র রক্ষার তাগিদে একা লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লড়াইকে সম্মান করি। এখানে অভিনয় করতে আসিনি। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বললেন জয়া বচ্চন। তৃণমূল কংগ্রেসের হয়ে এ রাজ্যে প্রচারে এসেছেন সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন। জয়া বচ্চন বলেছেন,‘মমতা ফের ক্ষমতায় এলে বাংলার আরও আরও বেশি উন্নতি হবে। কারণ দিদি যেটা করতে চান, সেই কাজটা উনি সম্পূর্ণ করবেনই।'
একধাপ এগিয়ে জয়া বচ্চন আরও বলেন, ‘মমতাকে যাঁরা পছন্দ করেন না, তাঁদেরকে বলব লজ্জা লজ্জা।'