WB Election 2021 News: রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলার ভোট হোক, দাবি অর্জুন সিংহের
BJP Leader Arjun Singh on Assembly Election: বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, ‘‘আগামী নির্বাচন রক্তাক্ত হবে, আমাদের কর্মীদের খুন করা হচ্ছে, রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা উচিত ৷’’ পাল্টা তৃণমূলের হাওড়া সদর সভাপতি ভাস্কর ভট্টাচার্য জানাচ্ছেন, ‘‘গন্ডগোল হবে উনি বুঝছেন কী করে, তাহলে কি ওরাই গন্ডগোল করবে, রাষ্ট্রপতি শাসন করে দেখাক, বাংলার মানুষ বুঝে নেবে ৷’’
সুনীত হালদার, হাওড়া: বেলুড়ে সংঘর্ষের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপির মিছিল ঘিরে উত্তপ্ত হাওড়া। পুলিশ আটকালে বাধে ধস্তাধস্তি। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটের দাবি জানালেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। পাল্টা তৃণমূলের হুঁশিয়ারি, কেন্দ্র কোনও সিদ্ধান্ত নিলে বিরোধিতা হবে।
বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, ‘‘আগামী নির্বাচন রক্তাক্ত হবে, আমাদের কর্মীদের খুন করা হচ্ছে, রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা উচিত ৷’’ পাল্টা তৃণমূলের হাওড়া সদর সভাপতি ভাস্কর ভট্টাচার্য জানাচ্ছেন, ‘‘গন্ডগোল হবে উনি বুঝছেন কী করে, তাহলে কি ওরাই গন্ডগোল করবে, রাষ্ট্রপতি শাসন করে দেখাক, বাংলার মানুষ বুঝে নেবে ৷’’
আর কয়েক দিনের মধ্যেই ঘোষণা হতে পারে বিধানসভা ভোটের দিনক্ষণ। একুশের কুরুক্ষেত্রের আগে তৃণমূলের উপর চাপ আরও বাড়াল বিজেপি। রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোটের দাবি জানালেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। পাল্টা হুঁশিয়ারির সুরে তৃণমূলও বুঝিয়ে দিয়েছে তারা ছেড়ে কথা বলবে না। শনিবার বেলুড়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষে গুলি চলার অভিযোগ ওঠে। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বৃহস্পতিবার হাওড়া পুলিশ কমিশনারের অফিস অভিযানের ডাক দেয় বিজেপি। সিপির অফিসের আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ।
বিজেপি কর্মীরা ব্যারিকড ভাঙতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। অর্জুন সিংহ জানান, ‘‘ যুব তৃণমূল নেতা কৈলাস মিশ্রর দলবল গুলি চালায়, ওকে গ্রেফতার করতে হবে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না ৷ রাজ্যপাল, রাষ্ট্রপতি ও লোকসভার স্পিকারের কাছে ফুটেজ সমেত অভিযোগ দায়ের করব ৷’’ ভাস্কর ভট্টাচার্য এ প্রসঙ্গে জানান, ‘‘বিজেপির অনেকের নামে এফআইআর হয়েছে, তাদেরকে ধরতে বলব পুলিশকে৷ পুলিশি তদন্তে আমাদের আস্থা আছে ৷’’
বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে বিজেপির অন্দরেই দেখা গিয়েছে নানা সুর। কৈলাস বিজয়বর্গীয় থেকে মুকুল রায়ের মতো বিজেপির নেতারা বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেও, দিলীপ ঘোষ বাংলায় ৩৫৬ ধারা জারির পক্ষপাতী নন। এই ইস্যুতে বিজেপির অন্দরে নানা মত নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এই প্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় অর্জুন সিংহের ভোটের দাবি করে নতুন বিতর্ক তৈরি হল।