Poonch Terror Attack: ভোটের মধ্যেই সন্ত্রাসী হামলা জম্মু-কাশ্মীরের পুঞ্চে, উড়ল গাড়ি, আহত একাধিক বায়ুসেনা
Terrorist Attack in Kashmir: ভারতীয় বায়ুসেনার পাঁচ সেনা আহত হয়েছেন। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নয়া দিল্লি: দেশজুড়ে ভোটের আবহ। লোকসভা নির্বাচন চলছে দেশের একাধিক রাজ্যে। এর মধ্যেই জম্মু কাশ্মীরের পুঞ্চে হামলা চালাল সন্ত্রাসবাদীরা। ভারতীয় বায়ুসেনার তরফে জানান হয়েছে, বায়ুসেনার কনভয় লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয় পুঞ্চ জেলার সুরানকোট এলাকায়। এই ঘটনায় ভারতীয় বায়ুসেনার পাঁচ সেনা আহত হয়েছেন। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনার পরই ভারতীয় সেনার তরফে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।
গত ১ বছর ধরে সশস্ত্র বাহিনীর উপর এমন হামলার ঘটনা ঘটেনি এই অঞ্চলে। হামলার পর এ ভিডিও সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে আগুনের কবলে পড়েছে কনভয়। গাড়ির উইন্ডস্ক্রিনে অন্তত এক ডজন বুলেটের চিহ্ন লক্ষ্য করা গিয়েছে।
An Indian Air Force vehicle convoy was attacked by terrorists in the Poonch district of J&K. The local Rashtriya Rifles unit has started cordon and search operations in the area. The vehicles have been secured inside the air base in the General area near Shahsitar. Military… pic.twitter.com/y5uMnAUBfw
— ANI (@ANI) May 4, 2024
Indian Air Force issues a statement - "An Indian Air Force vehicle convoy was attacked by militants in the Poonch district of J&K, near Shahsitar. Cordon and search operations are underway presently in the area by local military units. The convoy has been secured, and further… pic.twitter.com/XuPWAmsy7D
— ANI (@ANI) May 4, 2024
স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট এলাকাটি ঘেরাও এবং তল্লাশি অভিযান শুরু করেছে।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, আজ সন্ধ্যে ৬.১৫ নাগাদ বায়ু সেনা জরানওয়ালি থেকে বিমান বাহিনী স্টেশনে যাওয়ার পথে তাদের অতর্কিত হামলা করা হয়েছিল। AK অ্যাসল্ট রাইফেল নিয়েই হামলা চালানো হয় বলে দাবি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির দিকেও নজর রাখা হচ্ছে। আধাসামরিক বাহিনীর সহায়তায় পুলিশ পুঞ্চে তল্লাশি করে চলেছে। এখনও পর্যন্ত আটক করা হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে