PM Vaya Vandana Yojana: মাসে পেনশন পান ৯২৫০ টাকা, প্রবীণ নাগরিকদের জন্য দারুণ এই স্কিম
PM Vaya Vandana Yojana: প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনা হল একটি সামাজিক নিরাপত্তা স্কিমের পেনশন পরিকল্পনা যা LIC নিয়ন্ত্রণ করে। আগে এই স্কিমের মাধ্যমে সর্বোচ্চ ৭.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করা যেত।
PM Vaya Vandana Yojana: সরকারি সুরক্ষার পাশাপাশি পাবেন ভাল রিটার্ন। প্রবীণ নাগরিকদের জন্য এমনই স্কিম নিয়ে এসেছে সরকার। প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনায় বিনিয়োগ করলে বয়সকালে রয়েছে নিশ্চিত পেনশনের সুবিধা। দেশের প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে ২০১৭ সালের ৪ মে এই যোজনা চালু করে কেন্দ্রীয় সরকার।
Senior Citizen Scheme : প্রবীণ নাগরিকদের জন্য এই প্রকল্প
প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনা হল একটি সামাজিক নিরাপত্তা স্কিমের পেনশন পরিকল্পনা যা LIC নিয়ন্ত্রণ করে। আগে এই স্কিমের মাধ্যমে সর্বোচ্চ ৭.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করা যেত। এখন সেই পরিমাণ বাড়িয়ে তা ১৫ লক্ষ টাকা করা হয়েছে।
Pension Amount:কত টাকা আসবে হাতে ?
বার্ষিক ৭.৪ শতাংশ সুদের হারে ১০০০ টাকা থেকে ৯২৫০ টাকা পর্যন্ত এই স্কিমে পেনশন পাওয়া যায়।৬০ বছরের বেশি বয়সী সকল নাগরিক ৩১ মার্চ, ২০২৩ এর আগে এই স্কিমে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগের অঙ্কের ওপরই উপর প্রতি মাসের পেনশন নির্ভর করে। এই স্কিম অনুসারে নাগরিকদের প্রতি মাসে ১০০০ থেকে ৯২৫০ টাকা পেনশন দেওয়া হয়। আপনি যদি ন্যূনতম ১.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে ১০০০ টাকা পেনশন পাবেন। একইভাবে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ৯২৫০ টাকা পেনশন পাবেন বিনয়োগকারী।
PM Vaya Vandana Yojana: স্বামী-স্ত্রী একসাথে বিনিয়োগ করুন
আপনি যদি এই স্কিমে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে ৯২৫০ টাকা পেনশন পাবেন। যদি স্বামী-স্ত্রী একসঙ্গে এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩০ লক্ষ টাকা। সেই ক্ষেত্রে ২ জনের পেনশন হবে প্রতি মাসে ১৮,৫০০ টাকা।
PMVVY Scheme 2021: অনলাইন-অফলাইনে আবেদনের বিকল্প
এই স্কিম অনুসারে বিনিয়োগকারী পেনশনের প্রথম কিস্তি ১ বছর, ৬ মাস, ৩ মাস, ১ মাস অর্থ জমা দেওয়ার পরে তুলতে পারেন। এই বিষয়টি নির্ভর করে আপনি কোন বিকল্পটি বেছে নেবেন তার ওপর। PMVVY Scheme2021-এর অধীনে, আপনি অনলাইন বা অফলাইনে পলিসি কিনতে পারেন। অনলাইনে আবেদন করতে আপনাকে LIC-র অফিশিয়াল ওয়েবসাইটে পলিসির জন্য রেজিস্টার করতে হবে।
অফলাইনে এই কাজ করতে LIC-র শাখায় গিয়ে আবেদন করতে পারবেন বিনিয়োগকারী। তবেই PM Vaya Vandana Yojana 2021-র সুবিধা নিতে পারবেন তিনি।
আরও পড়ুন : SBI Update: ব্যাঙ্কে জমা টাকার থেকে বেশি তুলতে পারবেন, বিশেষ সুবিধা দিচ্ছে SBI
Senior Citizen Scheme:পুরো টাকা নমিনির অ্যাকাউন্টে যাবে
এই যোজনার মেয়াদ ১০ বছর। যেখানে পলিসি হোল্ডার ১০ বছরের মধ্যে মারা গেলে, মূল অর্থ নমিনির অ্যাকাউন্টে চলে যাবে। আপনি যদি এই স্কিম সম্পর্কিত আরও তথ্য পেতে চান, তাহলে 022-67819281 বা 022-67819290 নম্বরে যোগাযোগ করতে পারেন। এর জন্য LIC একটি টোল ফ্রি নম্বর 1800-227-717 জারি করেছে।
PM Vaya Vandana Yojana:পলিসি ফেরত দেওয়া যেতে পারে ?
যদি পলিসি হোল্ডার প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনা নিয়ে সন্তুষ্ট না হন, তাহলে তিনি পলিসিটি নেওয়ার ১৫ দিনের মধ্যে ফেরত দিতে পারেন। অফলাইনে কেনা হলে ১৫ দিনের মধ্যে ও অনলাইনে কিনলে ৩০ দিনের মধ্যে পলিসি ফেরতের সুয়োগ পাবেন বিনিয়োগকারী। তবে সেই ক্ষেত্রে পলিসি ফেরত দেওয়ার কারণ জানাতে হবে। পলিসি হোল্ডার যদি পলিসিটি ফেরত দেন, তাহলে স্ট্যাম্প ডিউটি ও পেনশন ডিপোজিট কেটে নেওয়ার পরে তাকে ক্রয় মূল্য ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন : আরও পড়ুন : SBI Alert: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে স্টেট ব্যাঙ্কের এই নিয়ম, যাবে আরও টাকা
আরও পড়ুন : PF Account Alert: পেনশনের এই নম্বর হারিয়েছেন ? এই কয়েক ধাপে পাবেন সমাধান