Manmohan Singh Demise: 'দেশের অর্থনীতি শক্তিশালী হয় তাঁর নেতৃত্বেই', মনমোহন সিংহের প্রয়াণে শোকপ্রকাশ নরেন্দ্র মোদির
Modi On Monmohan Singh: প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। মনমোহন সিংহের প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি: প্রয়াত হয়েছেন ডঃ মনমোহন সিংহ (Monmohan Singh)। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশজুড়ে। মনমোহন সিংহের প্রয়ানে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে দেশের প্রধানমন্ত্রী লেখেন, ''দেশের অন্য়তম সেরা একজন নেতা মনমোহন সিংহের প্রয়াণে গভীরভাবে শোকাহত। খুব সাধারণ একটা পরিবার থেকে উঠে দেশের সম্মানীয় নেতা হয়ে উঠেছিলেন তিনি। হয়ে উঠেছিলেন একজন বলিষ্ঠ অর্থনীতিবিদও। তিনি একজন সফল অর্থমন্ত্রী ছাড়াও বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বেই দেশের অর্থনীতি শক্তিশালী হয়ে উঠেছিল। সংসদে তাঁর একাধিক সিদ্ধান্ত নেওয়া ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে প্রভূত ভূমিকা নিয়েছিলেন।''
তিনি আরও একটি এক্স পোস্ট করে লিখেছেন, 'আমি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলাম, তখন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে প্রতিদিন কথাবার্তা হত। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সময় তাঁর বুদ্ধি ও মানবিকতা প্রকাশ পেত।''
গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল মনমোহন সিংহকে। দিল্লির এইমসে পৌঁছলেন সনিয়া গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী। শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ
দিল্লির এইমসে রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
১৯৭১ সালে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের অর্থনৈতিক পরামর্শদাতার দায়িত্ব নিয়েছিলেন। পরের বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা ছিলেন মনমোহন সিংহ। ১৯৭৬ থেকে ১৯৮০ অবধি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিরেক্টরের দায়িত্ব সামলান মনমোহন। ওই একই সময়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিরেক্টরও ছিলেন। ১৯৭৬-এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের অলটারনেট গভর্নর ফর ইন্ডিয়া পদ অলঙ্কৃত করেন মনমোহন সিংহ। ওই একই সময়ে সামলেছেন ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের দায়িত্বও মনমোহন, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব ছিলেন ১৯৭৬-এর নভেম্বর থেকে ১৯৮০ এপ্রিল অবধি একই সময়ে অ্যাটমিক এনার্জি কমিশনের অর্থনৈতিক বিষয়ক সদস্যও ছিলেন।
দিল্লি AIIMS জানিয়েছে, 'বার্ধক্যজনিত অসুস্থতার চিকিৎসা চলছিল। ২৬ ডিসেম্বর হঠাৎ অজ্ঞান হয়ে যান তিনি। বাড়িতেই তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হয়। রাত ৮টা বেজে ৬ মিনিটে হাসপাতালে আনা হয় তাঁকে। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও ওঁকে ফেরোনা যায়নি। রাত ৯টা বেজে ৫১ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।