Narendra Modi: পুজোর আবহে বিশেষ গান লিখলেন মোদি, নিবেদন করলেন দেবী দুর্গাকে
PM Modi Writes Song: সোমবার প্রধানমন্ত্রী সেই গানটি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। গানের নামটিও দিয়েছেন- গরবা।
নয়া দিল্লি: দেশজুড়ে উৎসব আবহ জারি। পিতৃপক্ষের শেষেই দেশের প্রতিটি কোণে কোণে দেবী আহ্বানের সুর। ইতিমধ্যেই নবরাত্রি যেমন শুরু হয়ে গিয়েছে, তেমন বাংলায় দুর্গা পুজোর উদযাপন শুরু। এই পুজো আবহেই এবার গান লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার প্রধানমন্ত্রী সেই গানটি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। গানের নামটিও দিয়েছেন- গরবা। সোশাল মিডিয়া এক্স-এ নরেন্দ্র মোদি লিখেছেন, 'নবরাত্রির এই শুভক্ষণে দেশের প্রতিটি মানুষ নিজেদের মতো করে আনন্দ উৎসব পালন করছেন। মা দুর্গার প্রতি নিজেদের চাওয়া পাওয়ার আর্জি রাখছেন। এই শুভলগ্নে একটি গান রচনা করেছি। অভাতি কলায়- একটি গরবা গান। মাতৃশক্তির উদযাপনে এই গান রচনা করা হয়েছে। দেবীর আশীর্বাদ সদাসর্বদা আমাদের উপর বর্ষিত হোক।
গরবা হল গুজরাতি নৃত্যের একটি রূপ যা ভারতের গুজরাট রাজ্য অত্যন্ত জনপ্রিয়। নবরাত্রির সময় গুজরাতে গরবা নামে এক লোকনৃত্য অনুষ্ঠিত হয়। আগুনকে চিরন্তন দেবীশক্তির প্রতীক বলে মনে করে। অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখতে ও বধ করার আনন্দে নৃত্য পরিবেশন করা হয়। এই নৃত্যকে অনেকে ডাণ্ডিয়ার সঙ্গে পরিবেশন করেন।
মাটির পাত্রের ভিতর বাতিটিকে রাখা হয়। আর তার চারিধারে ঘুরে ঘুরে লোকনৃত্য করে থাকেন পুরুষ ও মহিলারা। এই প্রক্রিয়া আসলে মানুষের জীবন-মৃত্যুর চক্রের প্রতীক। তাই এই রীতিকে বলা হয় জন্মান্তরবাদ।
It is the auspicious time of Navratri and people are celebrating in different ways, united by their devotion to Maa Durga. In this spirit of reverence and joy, here is #AavatiKalay, a Garba I wrote as a tribute to Her power and grace. May Her blessings always remain upon us. pic.twitter.com/IcMydoXWoR
— Narendra Modi (@narendramodi) October 7, 2024
এদিকে, দিকে দিকে আলোর রোশনাই। মাতৃ আরাধনায় মেতেছে আপামর বাঙালি। মণ্ডপে মণ্ডপে জনতার ঢল। শহরের সেরা পুজোগুলো ঘিরে উন্মাদনা তুঙ্গে। মণ্ডপ সজ্জায় আর জি কর- কাণ্ডের ঝলকও ধরা পড়েছে। মণ্ডপে একটি ক্যালেন্ডার রয়েছে সেখানে লেখা ২৪ শ্রাবণ অর্থাৎ ইংরেজি ৯ অগাস্ট। এই দিনই চিকিৎসকের দেহ উদ্ধার হয় হাসপাতালের সেমিনার রুম থেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে