Priyanka Gandhi Wins Wayanad Seat : রাহুলের থেকেও ব্যবধান বাড়িয়ে ওয়েনাডে জয়ী প্রিয়ঙ্কা, সংসদে প্রবেশের ছাড়পত্র নিয়ে যা লিখলেন কংগ্রেস নেত্রী
Congress News: মহারাষ্ট্রে সেভাবে সাফল্য না পেলেও, বিশাল জয় দিয়ে সংসদীয় রাজনীতিতে প্রিয়ঙ্কার প্রবেশে উচ্ছ্বসিত কংগ্রেস ব্রিগেড।
ওয়েনাড : ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছিল আগেই। ঘোষণা ছিল শুধু সময়ের অপেক্ষা। সেইমতো পরিষ্কার হয়ে গেল কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা। তাঁর প্রাপ্ত ভোট ৬ লক্ষ ২২ হাজার ৩৩৮টি। নিকটতম প্রার্থী সিপিএম-নেতৃত্বাধীন LDF-এর সত্যন মোকেরির থেকে তিনি ৪ লক্ষ ১০ হাজার ৯৩১টি ভোটে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে এই খবর। মহারাষ্ট্রে সেভাবে সাফল্য না পেলেও, বিশাল জয় দিয়ে সংসদীয় রাজনীতিতে প্রিয়ঙ্কার প্রবেশে উচ্ছ্বসিত কংগ্রেস ব্রিগেড।
গত লোকসভা নির্বাচনে রায়বরেলি ও ওয়েনাড- দু'টি লোকসভা কেন্দ্রেই জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। পরে তিনি রায়বরেলি আসনটি রেখে দিয়ে ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দেন। সেখানে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী করে প্রিয়ঙ্কাকে। এটাই ছিল তাঁর ভোটের ময়দানে প্রবেশের টিকিট। আর অভিষেকেই বাজিমাত করলেন প্রিয়ঙ্কা। বিশাল ব্যবধানে জয়ী হয়ে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন তিনি। তবে, চলতি বছরেই এপ্রিলে অনুষ্ঠিত হওয়া লোকসভা ভোটে ওয়েনাড কেন্দ্রে রাহুলের মোট প্রাপ্ত ভোট ছিল- ৬ লক্ষ ৪৭ হাজার ৪৪৫টি। যা প্রিয়ঙ্কার প্রাপ্ত ভোটের থেকে বেশি। কিন্তু, প্রিয়ঙ্কার জয়ের মার্জিন বেশি রাহুলের থেকে। রাহুল যেখানে নিকটতম প্রার্থীর থেকে ৩ লক্ষ ৬৪ হাজার ৪২২টি ভোটে জয়ী হয়েছিলেন , সেখানে এবার প্রিয়ঙ্কা জয়ী হলেন ৪ লক্ষ ১০ হাজার ৯৩১টি ভোটে।
জয়ের ছবি স্পষ্ট হতেই ওয়েনাডের মানুষের প্রতি কৃত্জ্ঞতা প্রকাশ করেন প্রিয়ঙ্কা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এখানকার ভোটারদের ধন্যবাদ জানান তিনি। এক্স হ্যান্ডেলে প্রিয়ঙ্কা লেখেন, 'ওয়েনাডের আমার প্রিয় ভাই-বোনেরা, আমার উপর যে বিশ্বাস আপনারা দেখিয়েছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আমি অভিভূত হয়ে পড়ছি। আমি নিশ্চিত করব যে, সময়ের সঙ্গে সঙ্গে আপনারাও যাতে এই অনুভব করেন যে এই জয় আপনাদেরও জয় এবং যে মানুষটাকে আপনারা প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিয়েছেন তিনি আপনাদের আশা-স্বপ্ন বোঝেন এবং আপনাদের নিজের লোক হয়েই আপনাদের হয়ে লড়াই করব। সংসদে আপনাদের আওয়াজ হয়ে ওঠার দিকে আমি তাকিয়ে আছি।'
ভোট প্রচারে কঠোর পরিশ্রম করার জন্য তিনি দলের নেতা-কর্মী-স্বেচ্ছাসেবক ও সহকর্মীদের ধন্যবাদ জানান। এর পাশাপাশি তিনি মা ও কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, স্বামী রবার্ট বঢ়রা, দুই সন্তান- রেইহান ও মিরায়াকে এবং ভাই ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁকে পথ দেখানো এবং সমর্থন জানানোর জন্য।