Priyanka in UP Election: 'মেরে পাস...হ্যায়', অমিতাভের সংলাপে বিরোধীদের জবাব প্রিয়ঙ্কার
Priyanka in UP Election: ‘দিওয়ার’ (Deewar) ছবির বিশেষ দৃশ্যে মায়ের কথা তুলে অমিতাভের দর্পচূর্ণ করে দিতে দেখা যায় শশীকে। বিরোধীদের চুপ করাতে সেই পন্থাই অনুসরণ করতে দেখা গেল প্রিয়ঙ্কাকে।
লখনউ: রাজনীতিতে অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) জায়গা করে দিয়েছিলেন বাবা। এ বার সেই অমিতাভের ছবির সংলাপেই বিরোধীদের কড়া জবাব দিলেন রাজীব (Rajiv Gandhi) তনয়া প্রিয়ঙ্কা গাঁধী বঢরা (Priyanka Gandhi Vadra)। মহিলা ভোটকে ঢাল করে উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Election 2022) তিনি যুদ্ধজয়ের স্বপ্ন দেখছেন বলে অভিযোগ। তবে কড়া জবাবের পরিবর্তে মিষ্টি হেসে সমালোচকদের উদ্দেশে একটাই বার্তা প্রিয়ঙ্কার, ‘মেরে পাস...বহেন হ্যায়,’ বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় ‘উত্তরপ্রদেশের বোনেরা আমার পাশে রয়েছে।’
বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে উত্তরপ্রদেশে দলের রাশ প্রিয়ঙ্কার হাতেই। সভা-মিছিল থেকে সময় বার করে বুধবার নিজের টুইটার নিজের সাক্ষাৎকারের একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। তাতে নির্বাচনী রণকৌশল নিয়ে প্রশ্ন ধেয়ে এলে, প্রিয়ঙ্কা বলেন, “দিওয়ারের ওই সংলাপটা শুনেছেন? ছবিতে অমিতাভ বচ্চন এবং শশী কপূর দুই ভাই। অমিতাভ প্রশ্ন করেন শশী কপূরকে, ‘মেরে পাস গাড়ি হ্যায়, বাংলো হ্যায়’, ইয়ে হ্যায়, ওহ হ্যায়। তো জবাবে শশী কপূর বলেন, ‘মেরে পাস মা হ্যায়’। আমি বলব, মেরে পাস বহেন হ্যায়।”
मेरे पास बहनें हैं…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 22, 2021
बहनें राजनीति में बदलाव लाएंगी।#लड़की_हूं_लड़_सकती_हूं pic.twitter.com/v2uVpsO1wA
আরও পড়ুন: Goa Election 2022: গোয়ায় তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কটাক্ষ কেজরিওয়ালের
‘দিওয়ার’ (Deewar) ছবির ওই বিশেষ দৃশ্যে গাড়ি, বাংলো, সম্পত্তির তালিকায় ধরিয়ে শশীকে অপদস্থ করতে দেখা যায় শশীকে। কিন্তু প্রত্যুত্তরে মায়ের কথা তুলে অমিতাভের দর্পচূর্ণ করে দিতে দেখা যায় শশীকে। বিরোধীদের চুপ করাতে সেই পন্থাই অনুসরণ করতে দেখা গেল প্রিয়ঙ্কাকে।
২০২২-এর বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসকে (Congress) চাঙ্গা করতে মহিলাদের বিশেষ গুরুত্ব দিচ্ছেন কংগ্রেস। সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিয়ে শুধুমাত্র মহিলা ভোটারদের কাছে টানার চেষ্টাই নয়, দলের প্রার্থিতালিকাতেও মহিলাদের জন্য সংরক্ষণের ঘোষণা করেছেন প্রিয়ঙ্কা। তাতে কংগ্রেসের নির্বাচনী বৈতরণীর পালে হাওয়া লাগবে বলেই আশাবাদী দলীয় নেতৃত্ব।